Police Super: ভোট মিটতেই পশ্চিম মেদিনীপুরের এসপি পদে কমিশনের সরিয়ে দেওয়া ধৃতিমান
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Police Super: লোকসভা নির্বাচনের পর্ব শেষ হওয়ার পর নবান্ন বদলি হওয়া পুলিশ আধিকারিকদের পুরনো পদে ফেরানোর কাজ শুরু করেছে। সেই ধারা অনুসরণ করেই পশ্চিম মেদিনীপুরের এসপি পদে ফিরি আনা হল ধৃতিমান সরকারকে
পশ্চিম মেদিনীপুর: ভোট পর্ব শেষ হয়ে ফল ঘোষণার পর ১৫ দিন পেরোতে না পেরোতেই আবারও পশ্চিম মেদিনীপুরের এসপি পদে ফিরি আনা হল ধৃতিমান সরকারকে। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে তাঁকে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পদ থেকে সরিয়ে দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন।
লোকসভা নির্বাচনের পর্ব শেষ হওয়ার পর নবান্ন বদলি হওয়া পুলিশ আধিকারিকদের পুরনো পদে ফেরানোর কাজ শুরু করেছে। সেই ধারা অনুসরণ করেই পশ্চিম মেদিনীপুরের এসপি পদে ফিরি আনা হল ধৃতিমান সরকারকে। যদিও এ নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে।
advertisement
advertisement
লোকসভা নির্বাচনের চার দিন আগে নির্বাচন কমিশন একটি নির্দেশিকা জারি করে ধৃতিমান সরকারকে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত নয় এমন পদে বদলি করে দেয়। পরিবর্তে পশ্চিম মেদিনীপুরের নতুন এসপি করা হয় কুলদীপ সুরেশকে। নির্বাচন কমিশনের তরফে চাওয়া তিন আইপিএস পুলিশ কর্তার মধ্যে থেকে পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপার হিসেবে বেছে নেওয়া হয়েছিল ২০১৬ ব্যাচের আইপিএস অফিসার কুলদীপ সুরেশ-কে।
advertisement
আইপিএস দীনেশ কুমারের পর ২০২৩ সালের ৯ মার্চ থেকে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্বে ছিলেন ধৃতিমান। লোকসভা নির্বাচনের পূর্ব মিটিয়ে সেই তাঁকে আবারও গুরু দায়িত্বে ফেরাল রাজ্য-প্রশাসন।
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 22, 2024 4:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Police Super: ভোট মিটতেই পশ্চিম মেদিনীপুরের এসপি পদে কমিশনের সরিয়ে দেওয়া ধৃতিমান