মরার উপর খাঁড়ার ঘা! শিলাবতী, ডিভিসি-র জলে হাবুডুবু খাচ্ছে ঘাটাল, চলতি মরশুমে বন্যার সংখ্যা দশ ছুঁইছুঁই, কোথায় মাস্টার প্ল্যান?
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
Ghatal Flood: শিলাবতী নদীর জলস্তর বেড়ে আবারও নতুন করে প্লাবিত ঘাটাল পৌর এলাকা। জল পেরিয়ে চলছে যাতায়াত। কয়েকদিনের বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে ঘাটালের শিলাবতী নদীর জলস্তর বেড়ে ঘাটালের বানভাসি অবস্থা। এই নিয়ে চলতি মরশুমে আটবার বন্যা।
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: নিম্নচাপের ফলে লাগাতার বৃষ্টির জেরে নতুন করে প্লাবিত ঘাটাল পৌর এলাকা। এ যেন মরার উপর ফের খাঁড়ার ঘা। শিলাবতী নদীর জলস্তর বাড়তেই প্লাবিত বেশ কিছু এলাকা। জল পেরিয়ে চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত। ফের জলযন্ত্রণার সম্মুখীন ঘাটালবাসী। শিলাবতী নদীর জলস্তর বেড়ে আবারও নতুন করে প্লাবিত ঘাটাল পৌর এলাকা, জল পেরিয়ে চলছে যাতায়াত।
কয়েকদিনের বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে ঘাটালের শিলাবতী নদীর জলস্তর বেড়ে প্লাবিত ঘাটাল পৌর এলাকা। ইতিমধ্যেই ঘাটাল পৌরসভার এক, দুই, তিন, ছয়, নয়, দশ, নম্বর ওয়ার্ডে ঢুকছে বন্যার জল। জল পেরিয়ে চলছে যাতায়াত। স্থানীয় মানুষজন সূত্রে খবর, এই নিয়ে চলতি মরশুমে আটবারে পড়ল ঘাটালের বন্যার সংখ্যা। সমস্যায় ঘাটালের বানভাসি এলাকার মানুষজন।
advertisement
আরও পড়ুনঃ ‘জয় তারা’! আবির্ভাব তিথিতে গর্ভগৃহ থেকে বিশ্রাম মঞ্চে আসেন মা তারা, তারাপীঠের জীবিত কুণ্ডের ইতিহাস জানলে গায়ে কাঁটা দেবে
পুজোর কয়েকমাস আগে পর্যন্ত জল জমে ছিল বেশ কিছু এলাকায়। পুজো নির্বিঘ্নে কাটতেই ফের জলযন্ত্রণাও ফিরে এল। লাগাতার বৃষ্টি তো আছেই তার উপর আবার ডিভিসির জলে ডুবে গেল ঘাটালের পৌর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ড। হু হু করে জল ঢুকতে শুরু করছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ খাল দখল করে অবৈধ নির্মাণ! জলমগ্ন দাসপুরের হাসপাতাল, জমা জল রোগ-জীবাণুর আঁতুড়ঘর, আতঙ্কে চিকিৎসকেরা! কী অবস্থা রোগীদের?
ফুঁসছে নদী। বৃষ্টি হলে আরও পরিস্থিতি খারাপের দিকে যাবে। চাষিদের মাথায় হাতে। এবছর একেবারে মাঠে মারা যাচ্ছে ফসল। বারবার খরচ করে চাষ করে মাঠেই নষ্ট হচ্ছে ফসল। ঋণগ্রস্ত হয়ে পড়ছেন চাষিরা। কী হবে তাদের ভবিষ্যৎ। থমকে গিয়েছে ঘাটালের জনজীবন। জল পেরিয়ে এমন ঝুঁকিপূর্ণ যাতায়াত থেকে মুখ ফিরিয়ে কাজকর্ম বন্ধ রাখছেন অনেকেই। এভাবে চরম ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে ঘাটালবাসীকে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থায়ী সমাধানের দাবি আরও জোরালো হচ্ছে। এভাবে আর কতদিন জলযন্ত্রণার মুখে পড়ে থাকবেন তারা। একটু বৃষ্টি হলেই পরিস্থিতি খারাপের দিকে যায়। এবার আবার নিম্নচাপের ফলে একটানা বৃষ্টি চলছে। ফলে নদীর জলস্তর আরও বাড়ার সম্ভবণা করছে ঘাটালবাসী। ফের নতুন করে এলাকা প্লাবিত হওয়ায় তারা আতঙ্কিত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
October 06, 2025 12:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মরার উপর খাঁড়ার ঘা! শিলাবতী, ডিভিসি-র জলে হাবুডুবু খাচ্ছে ঘাটাল, চলতি মরশুমে বন্যার সংখ্যা দশ ছুঁইছুঁই, কোথায় মাস্টার প্ল্যান?