#কলকাতা: পরিবেশ বান্ধব পুজো কিংবা প্লাস্টিক মুক্ত মণ্ডপ থিম হিসাবে নতুন কিছু নয়, কিন্তু পরিবেশ রক্ষায় প্লাস্টিক মুক্ত বিয়ে বাড়ি এবং আমন্ত্রিতদের সকলকে একটি করে চারা গাছ দেওয়া এ এক অভিনব উদ্যোগ।
এমনই এক অভিনব উদ্যোগের বিয়ে বাড়ি দেখা গেল হুগলি পান্ডুয়া ব্লকের নন্দিনগ্রামে। কলকাতা ব্যাঙ্কশাল কোর্টের ক্লার্ক অমিতাভ দাস। তিনি নিজের ছোট মেয়ে অর্পিতার বিয়েতে এমনই এক ব্যতিক্রমী নজির তৈরি করলেন। অন্যান্য বিয়েবাড়িতে আমন্ত্রিতরা নববধূকে উপহার হিসাবে কিছু না কিছু দিচ্ছে। কিন্তু এখানে দেখা গেল পুরো উল্টো ঘটনা। অমিতাভ দাস বিয়ে বাড়িতে আমন্ত্রিত ৭৫০ জনের কাছ থেকে কোন উপহার নেননি, উল্টে একটি করে গাছের চারা উপহার হিসাবে দিয়েছেন সবাইকে।
গাছ উপহার দেওয়ার পাশাপাশি এই বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকেই অমিতাভ দাস এবং স্ত্রী তোতা দাস সহ তাদের বড় মেয়ে ও জামাই এমন কি নবদম্পতিরাও একটি মরণোত্তর অঙ্গদানের অঙ্গীকার করলেন । বিয়ে বাড়িতে এমন অভিনব উদ্যোগ ইতিমধ্যে সারা ফেলে দিয়েছে নন্দিনগ্রাম সহ গোটা পান্ডুয়া ব্লকে।