হাওড়া-খড়গপুর শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক কবে? জানিয়ে দিল রেল
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
হাওড়া-খড়গপুর শাখায় স্বাভাবিক ট্রেন চলাচল কবে? যাত্রী ভোগান্তি দক্ষিণপূর্ব রেলে হাওড়া খড়গপুর শাখায়, সোমবার সকাল থেকে সমস্যা জোরদার হয়, কবে থেকে স্বাভাবিক ছন্দে রেল বিস্তারিত জানুন
হাওড়া: হাওড়া-খড়গপুর শাখায় স্বাভাবিক ট্রেন চলাচল কবে? যাত্রী ভোগান্তি চরমে দক্ষিণপূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায়। সোমবার সকাল থেকে সমস্যা আরও জোরদার হয়। দূরপাল্লা এবং লোকাল ট্রেন চলাচলের সমস্যা দেখা দেয়। লোকাল ট্রেনের যাত্রীরা বিকল্প হিসেবে সড়ক পথ ব্যবহার করলেও দূরপাল্লার ট্রেন যাত্রীরা গন্তব্যে পৌঁছতে স্টেশনে অপেক্ষারত সোমবার থেকে।
মঙ্গলবার স্বাভাবিক হবে এমনটাই আশা করেছিলেন যাত্রীরা। কিন্তু মঙ্গলবারেও প্রায় একই সমস্যা। যাত্রীদের কথায় জানা যায় লোকাল ট্রেন চলাচলেও ঘন্টার পর ঘন্টা লেট। ট্রেন চলাচলে আধুনিকীকরণের কাজ দু’দিন আগে সম্পন্ন হয়েছে। নতুন সিস্টেম এবং বিক্ষিপ্ত ছোট ছোট সমস্যার জেরে সোমবারের পর মঙ্গলবারও যাত্রী ভোগান্তি।
যদিও সোমবারের তুলনায় মঙ্গলবার কিছুটা অবস্থার পরিবর্তন হয়। মঙ্গলবারও হাওড়া ও সাঁতরাগাছি স্টেশনে বহু যাত্রী ট্রেনের অপেক্ষায়।বহু যাত্রী আটকে পড়েছেন স্টেশনে। ২৪ ঘন্টা পার হয়েছে ট্রেন লেট। একদিকে যেমন সোমবার থেকে বহু যাত্রী আটকে রয়েছেন, অন্যদিকে মঙ্গলবার ট্রেন চলাচলে নতুন করে ট্রেন বাতিল বা সময় পরিবর্তন হলে আরও যাত্রী চাপ বাড়ে হাওড়া সাঁতরাগাছি স্টেশনে।
advertisement
advertisement
আরও পড়ুন- জলের প্রবল চাপে ভেঙে পড়ল আত্রেয়ী নদীর লো-ড্যাম! আতঙ্কিত স্থানীয়রা
রেল সূত্রে জানা যায়, ট্রেন মেইন্টেনেন্স হতে হাওড়া থেকে সাঁতরাগাছি পৌঁছয়। সেই ট্রেন ঘুরে আবার হাওড়ায় পৌঁছয়। চক্রাকার পদ্ধতিতে কাজ চলতে থাকে। সাঁতরাগাছিতে সিগন্যাল আধুনিকীকরণ কাজ সম্পন্ন হলেও অন্যান্য কিছু সমস্যা দেখা দেয়। যে কারণে ট্রেন চলাচলের উপর প্রভাব পড়ে।
advertisement
আরও জানা যায়, পরিষেবা আধুনিকীকরণের কাজ দ্রুত সম্পন্ন করা হয়েছে। সেই কাজ সফলভাবে সমাপ্ত হলেও বিক্ষিপ্ত কিছু ঘটনারে জেরে যাত্রী ভোগান্তি। সোমবার থেকে যে সমস্যা সৃষ্টি হয়েছে, মঙ্গলবার কিছুটা পরিবর্তন হয়। এই সমস্যা ধীরে ধীরে স্বাভাবিকের দিকে বলেই জানান দক্ষিণ পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক।
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 20, 2025 5:59 PM IST