#কাকদ্বীপ: আবহাওয়া অফিসের তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল আগেই ৷ কিন্তু সেই সতর্কবার্তা অগ্রাহ্য করে সমুদ্রে গিয়ে নিখোঁজ হয়ে গেল ১০ মৎস্যজীবী ৷ এঁদের মধ্যে ছয়জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ মৎস্যজীবীদের সকলেরই বাড়ি দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপে ৷পরিবার সূত্রে খবর, গতকাল রাতে ট্রেলার নিয়ে সমুদ্রে গিয়েছিলেন মৎস্যজীবীদের ওই দলটি ৷ মূলত ইলিশ ধরতেই সমুদ্রে পাড়ি দিয়েছিলেন তাঁরা ৷ কিন্তু কিছুদূর যেতেই উত্তাল হয়ে ওঠে সমুদ্র ৷ বঙ্গোপসাগরের কেঁদো দ্বীপে ডুবে যায় ট্রলারটি ৷ খবর পেয়ে মৎস্যজীবীদের উদ্ধার করতে যান উদ্ধারকারী দলের সদস্যরা ৷ ছয়জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও ১০ জনকে খুঁজে পাওয়া যায়নি ৷ তাঁদের খোঁজে এখনও সমুদ্রে তল্লাশি চালানো হচ্ছে ৷
আরও পড়ুন:ঢেউয়ের তোড়ে জলে তলিয়ে গেল ব্যক্তি, দিঘায় ফের মৃত্যু পর্যটকের
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bay Of Bengal, Fisherman, Missing, Rain, Thunderstorm, Weather