বাড়িতে স্বামী-সন্তান, তার পরও নাবালকের সঙ্গে এ কী করলেন গৃহবধূ! অবাক কাণ্ড
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
sabang: স্বামী, সন্তান ছেড়ে এ কী কীজ করলেন গৃহবধূ! তাও এক নাবালকের সঙ্গে!
সবং: প্রেমের টানে মানুষ পাড়ি দিতে পারে সাত সমুদ্র, তেরো নদী। না, নদী সমুদ্র পাড়ি দিতে হয়নি। তবে নাবালকের প্রেমে পড়ে বাড়ি ছেড়েছেন এক গৃহবধু। বাড়িতে সন্তান ও স্বামী। তাঁদের ফেলে নাবালকের প্রেমে পড়ে ঘর ছাড়লেন এক মহিলা।
কথায় আছে ভালবাসার কোনও বয়স হয় না। ভালবাসার টানে মানুষ কত কী না করতে পারে। এ কথা সত্য প্রমাণ করলেন এগরার এক গৃহবধূ।
এক ১৭ বছরের নাবালক নিয়ে পালালো ৩৯ বছরের গৃহবধূ, এক সন্তানের মাকে।
advertisement
আরও পড়ুন- ছেলেবেলার বন্ধুকে বিশ্বাস করার চরম মাশুল দিতে হল মহিলাকে, এ কী হল জামুড়িয়ায়
জানা গিয়েছে, ওই গৃহবধূর বাড়িতে স্বামী ও এক সন্তানও আছে।
advertisement
পুলিশ সূত্রে খবর, দিন কয়েক আগে হঠাৎই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় এক কিশোর।
ছেলের খোঁজ না মেলায় পুলিশের দ্বারস্থ হন তার মা-বাবা। তখন জানা যায়, পূর্ব মেদিনীপুরের জেলার এগরা থানা এলাকার বাসিন্দা বছর ৩৯-এর এক গৃহবধূর সঙ্গে পালিয়েছেন কিশোর। তবে পালিয়ে হল না রক্ষা।
অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্তে নেমে কাঁথি থানার পুলিশ সবং থানার পুলিশের সহযোগিতায় ওই নাবালককে উদ্ধার করে, বাবা-মা’র হাতে তুলে দেন।
advertisement
পুলিশ সূত্রে খবর ,ওই কিশোরের বাড়ি কাঁথি থানা এলাকায় ও গৃহবধূর বাড়ি এগরা থানায় এলাকায়। দুইজনের বাড়ি কাছাকাছি হওয়ার কারণে ওই কিশোরের নিয়মিত যোগাযোগ ছিল ওই গৃহবধূর। তৈরি হয় প্রেমের সম্পর্ক ও। ছিল দূরদর্শী ভাবনাও।
তার পর দুজন নতুন সংসার গড়ার চিন্তা ভাবনা করে। পরবর্তীতে গত কয়েকদিন আগে স্বামী সন্তানকে ছেড়ে ওই গৃহবধূ নাবালককে নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত সারতা গ্রাম পঞ্চায়েত এলাকায় আত্মীয়র বাড়িতে আশ্রয় নেয়।
advertisement
এই খবর পেয়ে কাঁথি থানার পুলিশ,সবং থানার পুলিশের সহযোগিতা নেয়। তারপর বুধবার দুপুরে সারতা এলাকা থেকে ওই নাবালককে উদ্ধার করা হয়, ওই গৃহবধূকে গ্রেফতার করা হয়।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 11, 2023 8:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাড়িতে স্বামী-সন্তান, তার পরও নাবালকের সঙ্গে এ কী করলেন গৃহবধূ! অবাক কাণ্ড