Adventure: সাইকেলে হাওড়া থেকে কেদারাথ যাবেন ২ বন্ধু! কতটা ঝুঁকিপূর্ণ এই অভিযান, জানালেন বিশেষজ্ঞরা

Last Updated:

Adventure: হেঁটে বা সাইকেল বাইক ভ্রমনের প্রতি আগ্রহ বেড়েছে একাংশের মানুষের মধ্যে। অধিকাংশ ক্ষেত্রে পর্যটকদের লক্ষ্যে রয়েছে পাহাড়, বহু মানুষ এতে উৎসাহিত হলেও একাংশের পর্যটক মনে করছে দারুন ঝুঁকির এই যাত্রা

+
কেদারনাথ

কেদারনাথ ভ্রমণ

রাকেশ মাইতি, হাওড়া: হেঁটে বা সাইকেল বাইক ভ্রমণের প্রতি আগ্রহ বেড়েছে একাংশের মানুষের মধ্যে। অধিকাংশ ক্ষেত্রে পর্যটকদের লক্ষ্যে রয়েছে পাহাড়। সারা দেশের মানুষ ছুটে যায় পাহাড়ে বদ্রীনাথ থেকে কেদারনাথ। এই প্রবণতা এ বাংলাতেও ভীষণ ভাবে। বাংলার বিভিন্ন জেলা থেকে বদ্রীনাথ কেদারনাথের টানে সাইকেলে বাইক তো বটেই। এমনকি হেঁটেও পৌঁছচ্ছেন মানুষ।
এ বার উত্তরাখণ্ড পাড়ি দিলেন হাওড়ার ১৭ বছরের ২ যুবক। যেন মন চাইলেই যাওয়া হচ্ছে কেদারনাথ। বর্তমান সময়ে হেঁটে অথবা সাইকেলে করে কেদারনাথ যাত্রার প্রবণতা দেখা যাচ্ছে। এ বিষয়ে মতামত জানালেন অভিযাত্রীরা।আসলে ছোট থেকেই শিবের ভক্ত হাওড়ার সাঁকরাইলের ১৭ বছরের দুই বন্ধু রোহিত সর্দার এবং আদি দাস | ইচ্ছে ছিল কেদারনাথ শৈবতীর্থে পৌঁছে সেখানে গিয়ে শিবের মাথায় জল ঢেলে আসবেন | তবে আর্থিক প্রতিকূলতা তাঁদের কাছে বাধা হয়ে দাঁড়ায়| এতটা পথ সাইকেলে পাড়ি দেওয়া কঠিন | অবশেষে টাকা জমানোর পর পরিবারের লোকজন বাধা দিলেও তাঁরা থেমে থাকেননি| অবশেষে তাঁদের কেদারনাথের প্রতি ভক্তি ও টান দেখে শেষ পর্যন্ত পরিবারের লোকেরা অনুমতি দিয়েছেন | গত কয়েক বছরে সাইকেলে কেদারনাথ যাত্রার প্রবণতা দারুণভাবে দেখা যাচ্ছে |
advertisement
আরও পড়ুন : এই খাবারগুলি খেলেই চড়চড়িয়ে বাড়বে ইউরিক অ্যাসিড? এগুলি খেলে কমবে অসহ্য গাঁটের ব্যথা! জানুন সুস্থতার চাবিকাঠি
এ বিষয়ে মতামত জানালেন অভিযাত্রী অর্ক এবং রিক্তা | আর পাঁচ জনের মতোই ইচ্ছেপূরণ করতে কেদারনাথ যাত্রা দু’বন্ধুর। দীর্ঘ এই পথ সাধারণ সাইকেলে পাড়ি ঝুঁকিপূর্ণ বলেই মনে করছেন অনেকেই। এই যাত্রায়, প্রতিদিন প্রায় ৬০-৮০ কিমি পথ অতিক্রম করবেন বলে জানান রোহিত ও আদি। অল্প বয়সে এই দীর্ঘপথ সম্পর্কে অভিজ্ঞতা একবারেই শূন্য। যে কারণে সিদ্ধান্ত নিতে তাঁদের অনেক সমস্যার মধ্যে পড়তে হতে পারে বলেও জানান রোহিত,আদি |
advertisement
advertisement
কিন্তু সমস্ত কিছু মহাদেবের টানে নিজেদের ইচ্ছা পূর্ণ করতে স্বল্প পুঁজি, কিছু খাবার নিয়ে মনের জোরে তাদের এই যাত্রা বলে জানান তাঁরা |অভিযাত্রী  অর্ক এবং রিক্তার বক্তব্য, প্রতিকূল জায়গায় কথা ভেবে সব দিক বিবেচনা করেই সকলের ভাবা উচিত সাইকেলে বা হেঁটে যাত্রার কথা |
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Adventure: সাইকেলে হাওড়া থেকে কেদারাথ যাবেন ২ বন্ধু! কতটা ঝুঁকিপূর্ণ এই অভিযান, জানালেন বিশেষজ্ঞরা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement