Adventure: সাইকেলে হাওড়া থেকে কেদারাথ যাবেন ২ বন্ধু! কতটা ঝুঁকিপূর্ণ এই অভিযান, জানালেন বিশেষজ্ঞরা
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Adventure: হেঁটে বা সাইকেল বাইক ভ্রমনের প্রতি আগ্রহ বেড়েছে একাংশের মানুষের মধ্যে। অধিকাংশ ক্ষেত্রে পর্যটকদের লক্ষ্যে রয়েছে পাহাড়, বহু মানুষ এতে উৎসাহিত হলেও একাংশের পর্যটক মনে করছে দারুন ঝুঁকির এই যাত্রা
রাকেশ মাইতি, হাওড়া: হেঁটে বা সাইকেল বাইক ভ্রমণের প্রতি আগ্রহ বেড়েছে একাংশের মানুষের মধ্যে। অধিকাংশ ক্ষেত্রে পর্যটকদের লক্ষ্যে রয়েছে পাহাড়। সারা দেশের মানুষ ছুটে যায় পাহাড়ে বদ্রীনাথ থেকে কেদারনাথ। এই প্রবণতা এ বাংলাতেও ভীষণ ভাবে। বাংলার বিভিন্ন জেলা থেকে বদ্রীনাথ কেদারনাথের টানে সাইকেলে বাইক তো বটেই। এমনকি হেঁটেও পৌঁছচ্ছেন মানুষ।
এ বার উত্তরাখণ্ড পাড়ি দিলেন হাওড়ার ১৭ বছরের ২ যুবক। যেন মন চাইলেই যাওয়া হচ্ছে কেদারনাথ। বর্তমান সময়ে হেঁটে অথবা সাইকেলে করে কেদারনাথ যাত্রার প্রবণতা দেখা যাচ্ছে। এ বিষয়ে মতামত জানালেন অভিযাত্রীরা।আসলে ছোট থেকেই শিবের ভক্ত হাওড়ার সাঁকরাইলের ১৭ বছরের দুই বন্ধু রোহিত সর্দার এবং আদি দাস | ইচ্ছে ছিল কেদারনাথ শৈবতীর্থে পৌঁছে সেখানে গিয়ে শিবের মাথায় জল ঢেলে আসবেন | তবে আর্থিক প্রতিকূলতা তাঁদের কাছে বাধা হয়ে দাঁড়ায়| এতটা পথ সাইকেলে পাড়ি দেওয়া কঠিন | অবশেষে টাকা জমানোর পর পরিবারের লোকজন বাধা দিলেও তাঁরা থেমে থাকেননি| অবশেষে তাঁদের কেদারনাথের প্রতি ভক্তি ও টান দেখে শেষ পর্যন্ত পরিবারের লোকেরা অনুমতি দিয়েছেন | গত কয়েক বছরে সাইকেলে কেদারনাথ যাত্রার প্রবণতা দারুণভাবে দেখা যাচ্ছে |
advertisement
আরও পড়ুন : এই খাবারগুলি খেলেই চড়চড়িয়ে বাড়বে ইউরিক অ্যাসিড? এগুলি খেলে কমবে অসহ্য গাঁটের ব্যথা! জানুন সুস্থতার চাবিকাঠি
এ বিষয়ে মতামত জানালেন অভিযাত্রী অর্ক এবং রিক্তা | আর পাঁচ জনের মতোই ইচ্ছেপূরণ করতে কেদারনাথ যাত্রা দু’বন্ধুর। দীর্ঘ এই পথ সাধারণ সাইকেলে পাড়ি ঝুঁকিপূর্ণ বলেই মনে করছেন অনেকেই। এই যাত্রায়, প্রতিদিন প্রায় ৬০-৮০ কিমি পথ অতিক্রম করবেন বলে জানান রোহিত ও আদি। অল্প বয়সে এই দীর্ঘপথ সম্পর্কে অভিজ্ঞতা একবারেই শূন্য। যে কারণে সিদ্ধান্ত নিতে তাঁদের অনেক সমস্যার মধ্যে পড়তে হতে পারে বলেও জানান রোহিত,আদি |
advertisement
advertisement
কিন্তু সমস্ত কিছু মহাদেবের টানে নিজেদের ইচ্ছা পূর্ণ করতে স্বল্প পুঁজি, কিছু খাবার নিয়ে মনের জোরে তাদের এই যাত্রা বলে জানান তাঁরা |অভিযাত্রী অর্ক এবং রিক্তার বক্তব্য, প্রতিকূল জায়গায় কথা ভেবে সব দিক বিবেচনা করেই সকলের ভাবা উচিত সাইকেলে বা হেঁটে যাত্রার কথা |
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 01, 2024 7:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Adventure: সাইকেলে হাওড়া থেকে কেদারাথ যাবেন ২ বন্ধু! কতটা ঝুঁকিপূর্ণ এই অভিযান, জানালেন বিশেষজ্ঞরা