দুর্ঘটনা এড়াতে বসল আয়না! আর চিন্তা নেই...এক্সপ্রেস ওয়ের সংযোগস্থলে কী ভাবে বাঁচবে প্রাণ? দেখুন

Last Updated:

দ্রুতগতির কল্যাণী এক্সপ্রেস ওয়ের সংযোগস্থলে দুর্ঘটনা এড়াতে বিশেষ আয়না, জানুন কি সুবিধা মিলবে!

+
দুর্ঘটনা

দুর্ঘটনা এড়াতে আয়না ব্যবহার

উত্তর ২৪ পরগনা: বেড়েছে কল্যানী এক্সপ্রেস ওয়ের গতি, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দুর্ঘটনাও। বিষয়টিকে নজরে রেখে, এবার দ্রুতগতির এই রাস্তার দু’পারের সংযোগ স্থলে কনভেক্স মিরর (বিশেষ ধরনের বড় আয়না) বসানোর সিদ্ধান্ত নিল প্রশাসন। জেটিয়া থানার উদ্যোগে হালিশহর পাঁচমাথা মোড়ে বসানো হল এই বিশেষ আয়না। ব্যারাকপুর পুলিশ কমিশনার অজয় ঠাকুর এদিন কল্যাণী এক্সপ্রেস ওয়ের সংযোগস্থলে দুটি কনভেক্স মিররের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীজপুরের এসিপি সৌমেন্দু সরকার, নৈহাটি, শিবদাসপুর সহ জেটিয়া থানার পুলিশ আধিকারিকেরা।
advertisement
মূল এক্সপ্রেসওয়ে থেকে দুই সংযোগকারী রাস্তার মোড়ে বসানো হয়েছে এই আয়নাগুলি। এর ফলে টার্নিং নেওয়ার সময় উল্টো দিক থেকে আসা যানবাহন সহজেই দেখা যাবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। আন্ডারপাস এবং মোড় এলাকা হওয়ায় প্রায়শই দুর্ঘটনা ঘটে। এই কনভেক্স মিরর বসানোর ফলে দু’পাশের গাড়িচালকরা বিপরীত দিকের যানবাহন এর গতি সহজেই দেখতে পারবেন।
advertisement
ফলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। বাইরের দিকে একটু বেকা ধরনের হওয়ায় কনভেক্স মিররে ওই এলাকার একবারে বড় ছবি প্রতিফলিত করবে। দুর্গম পাহাড়ি রাস্তায় বিপজ্জনক বাঁক গুলিতে এই ধরনের আয়না দেখা যায়। এবার সেই অত্যাধুনিক মিরর জেলার বুকে দুর্ঘটনা রোধে বসানোয় খুশি পথ চলতি মানুষজন থেকে যান চালকেরা।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দুর্ঘটনা এড়াতে বসল আয়না! আর চিন্তা নেই...এক্সপ্রেস ওয়ের সংযোগস্থলে কী ভাবে বাঁচবে প্রাণ? দেখুন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement