Adhir Ranjan Chowdhury: অভিজিতের তৃণমূলে যোগদানে মুখে কুলুপ অধীরের, নীরবতার পিছনে অন্য তাৎপর্য?

Last Updated:

কংগ্রেসের কাছে যে অভিজিৎ মুখোপাধ্যায়ের (Abhijit Mukherjee) দলত্যাগ বড়সড় অস্বস্তির কারণ, তা স্পষ্ট হয়ে গেলেও এ বিষয়ে কোনও মন্তব্যে নারাজ প্রদেশ কংগ্রেস সভাপতি (Adhir Ranjan Chowdhury)৷

#বহরমপুর: বিধানসভা নির্বাচনে বামেদের মতোই রাজ্যে কংগ্রেসের প্রাপ্তি শূন্য৷ এই পরিস্থিতিতে দলকে জোরাল ধাক্কা দিয়ে তৃণমূলে যোগ দিলেন অভিজিৎ মুখোপাধ্যায়৷ যার ফলে এ রাজ্য তো বটেই, গোটা দেশেই বিড়ম্বনার মুখে পড়েছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব৷
কংগ্রেসের কাছে যে অভিজিৎ মুখোপাধ্যায়ের দলত্যাগ বড়সড় অস্বস্তির কারণ, তা স্পষ্ট হয়ে গেলেও এ বিষয়ে কোনও মন্তব্যে নারাজ প্রদেশ কংগ্রেস সভাপতি এবং লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী৷ অভিজিৎ মুখোপাধ্যায়ের তৃণমূলে যোগদান সম্পর্কে প্রশ্ন করা হলে অধীরবাবু বলেন, 'অভিজিৎ মুখোপাধ্যায়ের মনে হয়েছে তৃণমূলে যোগদান করবেন, তিনি করেছেন৷ এ বিষয়ে আমাদের কিছু বলার নেই৷'
advertisement
মুর্শিদাবাদের জঙ্গিপুরের সাংসদ ছিলেন প্রণব মুখোপাধ্যায়৷ নিজের খাসতালুক মুর্শিদাবাদের জঙ্গিপুর কেন্দ্র থেকে প্রণববাবুকে সাংসদ করে লোকসভায় পাঠানোর নেপথ্যে বড় ভূমিকা ছিল অধীরের৷ প্রণববাবুর পর সেই জঙ্গিপুর কেন্দ্র থেকেই দু' বার সাংসদ নির্বাচিত হন তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়৷ ২০১৯ সালের নির্বাচনে অবশ্য পরাজিত হন তিনি৷ এবার কংগ্রেসের উপর ভরসা হারিয়ে তৃণমূলের হাত ধরলেন প্রণব পুত্র৷
advertisement
advertisement
পুরনো দলের বিরুদ্ধে প্রকাশ্যে কিছু না বললেও অভিজিৎ এ দিন বুঝিয়ে দিয়েছেন, কংগ্রেস তাঁকে কোনও কাজেই লাগায়নি৷ নির্বাচনে পরাজিত হওয়ার পর এ রাজ্যেও কংগ্রেসের কোনও কর্মসূচি, এমন কি নির্বাচনী প্রচার পর্বেও সেভাবে সামনের সারিতে দেখা যায়নি অভিজিৎ মুখোপাধ্যায়কে৷
বামেদের সঙ্গে জোট বেঁধে বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে ফের তৃণমূল এবং কংগ্রেসের কাছাকাছি আসার সম্ভাবনা তৈরি হয়েছে৷ শোনা যাচ্ছে, তৃণমূলের এবং কংগ্রেস ফের কাছাকাছি এলে দলে অধীরের গুরুত্ব কমতে পারে৷ এমন কি, তাঁকে লোকসভার দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলেও খবর৷ ফলে অভিজিৎ মুখোপাধ্যায়ের  তৃণমূলে যোগদান সত্ত্বেও অধীরের এই নীরবতার মধ্যে অন্য তাৎপর্য রয়েছে কি না, তা ভবিষ্যতই বলবে৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Adhir Ranjan Chowdhury: অভিজিতের তৃণমূলে যোগদানে মুখে কুলুপ অধীরের, নীরবতার পিছনে অন্য তাৎপর্য?
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement