Adhir Ranjan Chowdhury: অভিজিতের তৃণমূলে যোগদানে মুখে কুলুপ অধীরের, নীরবতার পিছনে অন্য তাৎপর্য?

Last Updated:

কংগ্রেসের কাছে যে অভিজিৎ মুখোপাধ্যায়ের (Abhijit Mukherjee) দলত্যাগ বড়সড় অস্বস্তির কারণ, তা স্পষ্ট হয়ে গেলেও এ বিষয়ে কোনও মন্তব্যে নারাজ প্রদেশ কংগ্রেস সভাপতি (Adhir Ranjan Chowdhury)৷

#বহরমপুর: বিধানসভা নির্বাচনে বামেদের মতোই রাজ্যে কংগ্রেসের প্রাপ্তি শূন্য৷ এই পরিস্থিতিতে দলকে জোরাল ধাক্কা দিয়ে তৃণমূলে যোগ দিলেন অভিজিৎ মুখোপাধ্যায়৷ যার ফলে এ রাজ্য তো বটেই, গোটা দেশেই বিড়ম্বনার মুখে পড়েছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব৷
কংগ্রেসের কাছে যে অভিজিৎ মুখোপাধ্যায়ের দলত্যাগ বড়সড় অস্বস্তির কারণ, তা স্পষ্ট হয়ে গেলেও এ বিষয়ে কোনও মন্তব্যে নারাজ প্রদেশ কংগ্রেস সভাপতি এবং লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী৷ অভিজিৎ মুখোপাধ্যায়ের তৃণমূলে যোগদান সম্পর্কে প্রশ্ন করা হলে অধীরবাবু বলেন, 'অভিজিৎ মুখোপাধ্যায়ের মনে হয়েছে তৃণমূলে যোগদান করবেন, তিনি করেছেন৷ এ বিষয়ে আমাদের কিছু বলার নেই৷'
advertisement
মুর্শিদাবাদের জঙ্গিপুরের সাংসদ ছিলেন প্রণব মুখোপাধ্যায়৷ নিজের খাসতালুক মুর্শিদাবাদের জঙ্গিপুর কেন্দ্র থেকে প্রণববাবুকে সাংসদ করে লোকসভায় পাঠানোর নেপথ্যে বড় ভূমিকা ছিল অধীরের৷ প্রণববাবুর পর সেই জঙ্গিপুর কেন্দ্র থেকেই দু' বার সাংসদ নির্বাচিত হন তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়৷ ২০১৯ সালের নির্বাচনে অবশ্য পরাজিত হন তিনি৷ এবার কংগ্রেসের উপর ভরসা হারিয়ে তৃণমূলের হাত ধরলেন প্রণব পুত্র৷
advertisement
advertisement
পুরনো দলের বিরুদ্ধে প্রকাশ্যে কিছু না বললেও অভিজিৎ এ দিন বুঝিয়ে দিয়েছেন, কংগ্রেস তাঁকে কোনও কাজেই লাগায়নি৷ নির্বাচনে পরাজিত হওয়ার পর এ রাজ্যেও কংগ্রেসের কোনও কর্মসূচি, এমন কি নির্বাচনী প্রচার পর্বেও সেভাবে সামনের সারিতে দেখা যায়নি অভিজিৎ মুখোপাধ্যায়কে৷
বামেদের সঙ্গে জোট বেঁধে বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে ফের তৃণমূল এবং কংগ্রেসের কাছাকাছি আসার সম্ভাবনা তৈরি হয়েছে৷ শোনা যাচ্ছে, তৃণমূলের এবং কংগ্রেস ফের কাছাকাছি এলে দলে অধীরের গুরুত্ব কমতে পারে৷ এমন কি, তাঁকে লোকসভার দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলেও খবর৷ ফলে অভিজিৎ মুখোপাধ্যায়ের  তৃণমূলে যোগদান সত্ত্বেও অধীরের এই নীরবতার মধ্যে অন্য তাৎপর্য রয়েছে কি না, তা ভবিষ্যতই বলবে৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Adhir Ranjan Chowdhury: অভিজিতের তৃণমূলে যোগদানে মুখে কুলুপ অধীরের, নীরবতার পিছনে অন্য তাৎপর্য?
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement