Adhir Chowdhury on Buddhadeb Bhattacharya: 'সিঙ্গুর ও নন্দীগ্রামের বিরোধিতা না করলেই ভাল হত'! বুদ্ধদেবের স্মৃতিচারণে বললেন অধীর
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Suman Biswas
Last Updated:
Adhir Chowdhury on Buddhadeb Bhattacharya: প্রয়াত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। একটা সময়ে বাম আমলে জেলে যেতে হয়েছিল অধীর চৌধুরীকে।
মুর্শিদাবাদ: একটা সময়ে ছিল বামেদের বিরোধী কংগ্রেস। পরে ২০১৬ সালে বাম কংগ্রেস জোট একত্রিত করে বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন। জোটের ভুমিকায় ছিলেন একদিকে কংগ্রেসের ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অন্যদিকে মুখ্য ভুমিকায় ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এক সঙ্গে রাহুল গান্ধি সহ বুদ্ধদেব ভট্টাচার্য কলকাতার পার্ক সার্কাস ময়দানে বাম কংগ্রেসের জোটের হয়ে নির্বাচনী প্রচার করেছিলেন সঙ্গে ছিলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীও।
প্রয়াত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। একটা সময়ে বাম আমলে জেলে যেতে হয়েছিল অধীর চৌধুরীকে। কিন্তু তা নিয়ে কোনও ক্ষোভ নেই অধীর চৌধুরীর। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে অধীর চৌধুরী বলেন, ”দীর্ঘদিন ধরে বাম শাসনে বিরোধিতা করে আমরা রাজনীতি করেছি। বিধায়ক থেকে সাংসদ পদে থাকাকালীন বামেদের বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছি। প্রতি মুহূর্তে বাম ঘরানা রাজনৈতিক বিরোধিতা করেই আমাকে এগিয়ে যেতে হয়েছে। বিরোধিতা করতে গিয়ে প্রতিবাদ করেছি এবং সমালোচনা করেছি।”
advertisement
advertisement
অধীরের সংযোজন, ”তিনি এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যার রাজনৈতিক জীবনে সততা থেকে আর কিছু নেই। বুদ্ধবাবুর বিরুদ্ধে সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে বিরোধিতা করেছি। তবে আজকে মনে হয় সেই বিরোধিতা না করলেই ভাল হত। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী সামান্য একটি ফ্ল্যাটে জীবন যাপন করে আমাদের ছেড়ে চলে গেলেন। তাঁর পরিবারের প্রতি সমবেদনা রইল আমার।”
advertisement
—- কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 08, 2024 5:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Adhir Chowdhury on Buddhadeb Bhattacharya: 'সিঙ্গুর ও নন্দীগ্রামের বিরোধিতা না করলেই ভাল হত'! বুদ্ধদেবের স্মৃতিচারণে বললেন অধীর









