#মেদিনীপুর: শুক্রবার সামনে এল অভিনেতা-বিধায়কের মানবিক দিক! নিজের বিধানসভা কেন্দ্র চন্ডীপুর থেকে কলকাতা যাচ্ছিলেন টলিউডের নায়ক তথা বিধায়ক সোহম চক্রবর্তী। কলকাতা ফেরার পথে তিনি দেখেন, হলদিয়া মেচেদা জাতীয় সড়কে কুমারগঞ্জ এলাকায় এক ব্যক্তি আহত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন। তড়িঘড়ি সেই ব্যক্তিকে নিজের গাড়িতে তুলে চিকিৎসার জন্য নিয়ে যান পূর্ব মেদিনীপুর জেলা সদর হাসপাতালে।
জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম আশীস মাইতি, বাড়ি তমলুক থানা নাইকুড়ি এলাকায়। বছর ৬০-এর আশীসবাবু পেশায় পানের ব্যবসায়ী। নিমতৌড়িতে পান আড়ৎ থেকে বাড়ি ফেরার সময় কুমারগঞ্জ এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন। আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকা ওই ব্যক্তিকে নিজউদ্যোগ হাসপাতালে নিয়ে যান চন্ডীপুরের বিধায়ক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Soham Chakraborty