রাস্তায় পড়ে আহত ব্যক্তি, তড়িঘড়ি গাড়িতে তুলে হাসপাতালে ছুটলেন অভিনেতা-বিধায়ক সোহম
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
সোহম তড়িঘড়ি আহত ব্যক্তিকে নিজের গাড়িতে তুলে চিকিৎসার জন্য নিয়ে যান পূর্ব মেদিনীপুর জেলা সদর হাসপাতালে।
#মেদিনীপুর: শুক্রবার সামনে এল অভিনেতা-বিধায়কের মানবিক দিক! নিজের বিধানসভা কেন্দ্র চন্ডীপুর থেকে কলকাতা যাচ্ছিলেন টলিউডের নায়ক তথা বিধায়ক সোহম চক্রবর্তী। কলকাতা ফেরার পথে তিনি দেখেন, হলদিয়া মেচেদা জাতীয় সড়কে কুমারগঞ্জ এলাকায় এক ব্যক্তি আহত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন। তড়িঘড়ি সেই ব্যক্তিকে নিজের গাড়িতে তুলে চিকিৎসার জন্য নিয়ে যান পূর্ব মেদিনীপুর জেলা সদর হাসপাতালে।
জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম আশীস মাইতি, বাড়ি তমলুক থানা নাইকুড়ি এলাকায়। বছর ৬০-এর আশীসবাবু পেশায় পানের ব্যবসায়ী। নিমতৌড়িতে পান আড়ৎ থেকে বাড়ি ফেরার সময় কুমারগঞ্জ এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন। আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকা ওই ব্যক্তিকে নিজউদ্যোগ হাসপাতালে নিয়ে যান চন্ডীপুরের বিধায়ক।
বর্তমান চিকিৎসাধীন অবস্থায় পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন আশীস মাইতি। সোহম চক্রবর্তী এমারজেন্সিতে থাকা ডাক্তারদের সঙ্গে কথা বলে চিকিৎসার বন্দোবস্ত করে তবে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন।
advertisement
advertisement
Sujit Bhoumik
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
August 19, 2022 5:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাস্তায় পড়ে আহত ব্যক্তি, তড়িঘড়ি গাড়িতে তুলে হাসপাতালে ছুটলেন অভিনেতা-বিধায়ক সোহম