Acid Attack: মিনাখাঁয় হাড়হিম কাণ্ড, রাতে ঘরের ঘুলঘুলি দিয়ে ছোড়া হল অ্যাসিড, বিয়েতে রাজি না হওয়ায় নাবালিকার উপর অ্যাসিড-হামলা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বিয়েতে রাজি না হওয়ায় নাবালিকার উপর অ্যাসিড হামলা! মিনাখাঁয় নাবালিকাকে লক্ষ করে অ্যাসিড! প্রতিবেশী যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ, আগেও অ্যাসিড ছোড়ে অভিযুক্ত যুবক, দিন কয়েক ধরেই চলছিল কুরুচিকর SMS পাঠানো, হুমকি দেওয়া! নাবালিকাকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
মিনাখাঁ: বিয়েতে রাজি না হওয়ায় নাবালিকার উপর অ্যাসিড হামলা! মিনাখাঁয় নাবালিকাকে লক্ষ করে অ্যাসিড! প্রতিবেশী যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ, আগেও অ্যাসিড ছোড়ে অভিযুক্ত যুবক, দিন কয়েক ধরেই চলছিল কুরুচিকর SMS পাঠানো, হুমকি দেওয়া! নাবালিকাকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
ছাত্রীর উপর অ্যাসিড হামলার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। অভিযোগ, মিনাখাঁ থানা এলাকার এক নাবালিকা ছাত্রীকে গত কয়েক মাস ধরে বিয়ের জন্য চাপ দিচ্ছিল প্রতিবেশী যুবক। নাবালিকা ও তার পরিবার যুবকের প্রস্তাবে রাজি হয় না। সম্প্রতি ওই ছাত্রীর মোবাইলে নোংরা এসএমএস পাঠাতো যুবক, সদঙ্গে চলত লাগাতার হুমকি দেওয়া।
গত কয়েকদিন ধরে এইরকম ঘটনা চলার পর, গত মঙ্গলবার গভীর রাতে ছাত্রীর ঘরের জানলার উপরের ঘুলঘুলি দিয়ে অ্যাসিড ছুড়ে মারে যুবক। ঘটনায় গুরুতর আহত হয় ছাত্রী। পরিবারের সদস্যারা তাকে রাতেই প্রথমে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই নাবালিকা ছাত্রী। পরিবারের দাবি, এর আগেও ওই যুবক অ্যাসিড হামলা করেছিল। ঘটনার কথা যুবকের বাবা ও পরিবারের সদস্যদের জানানো হয়েছিল কিন্তু তারা কোন ব্যবস্থা নেয়নি। স্কুল ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি করা হচ্ছে।
advertisement
advertisement
মিনাখাঁ জিয়াউল আলম
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 07, 2025 11:34 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Acid Attack: মিনাখাঁয় হাড়হিম কাণ্ড, রাতে ঘরের ঘুলঘুলি দিয়ে ছোড়া হল অ্যাসিড, বিয়েতে রাজি না হওয়ায় নাবালিকার উপর অ্যাসিড-হামলা