Acid Attack: মিনাখাঁয় হাড়হিম কাণ্ড, রাতে ঘরের ঘুলঘুলি দিয়ে ছোড়া হল অ্যাসিড, বিয়েতে রাজি না হওয়ায় নাবালিকার উপর অ্যাসিড-হামলা

Last Updated:

বিয়েতে রাজি না হওয়ায় নাবালিকার উপর অ্যাসিড হামলা! মিনাখাঁয় নাবালিকাকে লক্ষ করে অ্যাসিড! প্রতিবেশী যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ, আগেও অ্যাসিড ছোড়ে অভিযুক্ত যুবক, দিন কয়েক ধরেই চলছিল কুরুচিকর SMS পাঠানো, হুমকি দেওয়া! নাবালিকাকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

বিয়েতে রাজি না হওয়ায় নাবালিকার উপর অ্যাসিড হামলা
বিয়েতে রাজি না হওয়ায় নাবালিকার উপর অ্যাসিড হামলা
মিনাখাঁ: বিয়েতে রাজি না হওয়ায় নাবালিকার উপর অ্যাসিড হামলা! মিনাখাঁয় নাবালিকাকে লক্ষ করে অ্যাসিড! প্রতিবেশী যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ, আগেও অ্যাসিড ছোড়ে অভিযুক্ত যুবক, দিন কয়েক ধরেই চলছিল কুরুচিকর SMS পাঠানো, হুমকি দেওয়া! নাবালিকাকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
ছাত্রীর উপর অ্যাসিড হামলার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। অভিযোগ, মিনাখাঁ থানা এলাকার এক নাবালিকা ছাত্রীকে গত কয়েক মাস ধরে বিয়ের জন্য চাপ দিচ্ছিল প্রতিবেশী যুবক। নাবালিকা ও তার পরিবার যুবকের প্রস্তাবে রাজি হয় না। সম্প্রতি ওই ছাত্রীর মোবাইলে নোংরা এসএমএস পাঠাতো যুবক, সদঙ্গে চলত লাগাতার হুমকি দেওয়া।
গত কয়েকদিন ধরে এইরকম ঘটনা চলার পর, গত মঙ্গলবার গভীর রাতে ছাত্রীর ঘরের জানলার উপরের ঘুলঘুলি দিয়ে অ্যাসিড ছুড়ে মারে যুবক। ঘটনায় গুরুতর আহত হয় ছাত্রী। পরিবারের সদস্যারা তাকে রাতেই প্রথমে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই নাবালিকা ছাত্রী। পরিবারের দাবি, এর আগেও ওই যুবক অ্যাসিড হামলা করেছিল। ঘটনার কথা যুবকের বাবা ও পরিবারের সদস্যদের জানানো হয়েছিল কিন্তু তারা কোন ব্যবস্থা নেয়নি। স্কুল ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি করা হচ্ছে।
advertisement
advertisement
মিনাখাঁ জিয়াউল আলম
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Acid Attack: মিনাখাঁয় হাড়হিম কাণ্ড, রাতে ঘরের ঘুলঘুলি দিয়ে ছোড়া হল অ্যাসিড, বিয়েতে রাজি না হওয়ায় নাবালিকার উপর অ্যাসিড-হামলা
Next Article
advertisement
Bihar Assembly Election Dates 2025: দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
  • বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের৷

  • নভেম্বর মাসে দু দফায় হবে ভোটগ্রহণ৷

  • ১৪ নভেম্বর বিহার বিধানসভা ভোটের ফল ঘোষণা৷

VIEW MORE
advertisement
advertisement