Accident on CCTV: ঝাঁ ঝাঁ করে এগিয়ে যাচ্ছে বাইক নিয়ে, তারপরেই এল সেই মারাত্মক মুহূর্ত, সিসিটিভিতে যা উঠে এল ভয়ানক
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Accident on CCTV: দুরন্ত গতির বলি বাইক আরোহী! মর্মান্তিক সেই দৃশ্য সি সি ক্যামেরায় বন্দি
হাওড়া: মর্মান্তিক পথ দুর্ঘটনা জগৎবল্লভপুরে! এবার বড়গাছিয়া- হুগলি রোডে দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু হল বছর ২৬ এর তরতাজা যুবক। মর্মান্তিক দুর্ঘটনার দৃশ্য সিসি ক্যামেরাবন্দি। দ্রুত গতিতে বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা। কীভাবে একটি তরতাজা প্রাণ মুহূর্তেই মৃত্যু বরণ করল। হাড় হিম করার দৃশ্য সিসি ক্যামেরা বন্দি। যেখানে দেখা যাচ্ছে ফাঁকা রাস্তায় বাইক আরোহীর ছোট্ট ভুল ভয়ানক পরিণতি এনে দিল৷ মুহূর্তেই সব শেষ।
দুর্ঘটনা ঘটার মুহূর্তে স্থানীয় মানুষ উদ্ধারে ঝাঁপিয়ে পড়লেও শেষ রক্ষা হল না। গত কয়েকদিন আগে এক বাইক আরোহী একটি চার চাকা গাড়ির বৃষ্টি হয়ে মৃত্যু হবার ঘটনা সিসি ক্যামেরা বন্দী হতে দেখা যায়। এবার এক বাইক আরোহী অন্য একটি বাইকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু। মর্মান্তিক সেই দৃশ্য সিসি ক্যামেরা বন্দি।
advertisement
ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুর মায়তাপুকুর এলাকায়। নির্জন প্রায় ফাঁকা রাস্তায় দুরন্ত গতিতে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে বাম দিক থেকে রাস্তার ডানদিকে হয়ে আরোহী বাইক থেকে ছিটকে পরে রাস্তায়। উল্টো দিক থেকে আসা একটি বাইক তাতে দুইজন আরোহী। সিসি ক্যামেরাবন্দি দৃশ্যে দেখা যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পরলএক বাইক আরোহী। উল্টো দিক থেকে আসা বাইকের চাকা গেল তার উপর দিয়ে। দুর্ঘটনা ঘটা মাত্রই স্থানীয় মানুষ উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়ল।
advertisement
advertisement
বাইক তার বুকের উপর দিয়ে যায় বলে জানা গেছে। জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। জানা গেছে মৃত ওই যুবক সুরজিৎ মালিক, হুগলি জাঙ্গিপাড়া থানার অন্তর্গত মণ্ডলিকার বাসিন্দা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 10, 2025 3:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident on CCTV: ঝাঁ ঝাঁ করে এগিয়ে যাচ্ছে বাইক নিয়ে, তারপরেই এল সেই মারাত্মক মুহূর্ত, সিসিটিভিতে যা উঠে এল ভয়ানক









