Accident: রাস্তার ধারে দাঁড়িয়ে... বেপোরোয়া গাড়ির বলি ৫ বছরের ছোট্ট প্রাণ! মর্মান্তিক ঘটনা
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল, বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু শিশুর। বেপরোয়া গাড়ির ধাক্কার মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশুর। ঘটনাটি উওর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের ঘটনা।
বসিরহাট: রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল, বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু শিশুর। বেপরোয়া গাড়ির ধাক্কার মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশুর। ঘটনাটি উওর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, হিঙ্গলগঞ্জ ব্লকের হাসনাবাদ – লেবুখালী রোডে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ বছরের শিশুর। হিঙ্গগঞ্জের স্বরূপকাঠি এমএলএ ইস্কুলের পাশে এইপথ দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গতিতে এলপিজি গ্যাস ভর্তি গাড়ির ধাক্কায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পাঁচ বছরের শিশুর মৃত্যু হয়।
advertisement
advertisement
গ্যাস বোঝাই গাড়িটি যোগেশগঞ্জ গ্যাস গোডাউন থেকে হিঙ্গলগঞ্জ দিকে যাচ্ছিল। তবে ওই গাড়ির কোনও নম্বর প্লেট ও লাইসেন্স নেই। মৃত শিশুটির নাম বিপ্রজিত জোতদার, বাবার নাম অলোক জোতদার। ঘাতক সেই গাড়িটাকে আটক করে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।
advertisement
এই ঘটনায় অলোক জোতদাররের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। তবে দিনের পর দিন যেভাবে এই রুটে দুর্ঘটনা ঘটছে তা নিয়ে রীতিমতো আতঙ্কিত নিত্যযাত্রীরা। এলাকাবাসীদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে যানবাহন নিয়ন্ত্রণের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হোক।
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2024 5:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: রাস্তার ধারে দাঁড়িয়ে... বেপোরোয়া গাড়ির বলি ৫ বছরের ছোট্ট প্রাণ! মর্মান্তিক ঘটনা