Brain-Eating Amoeba: ঘাতক অ্যামিবার খাদ্য ‘মানুষের ব্রেন’! স্যুইমিং পুলেও থাকতে পারে? ‘ব্রেন ইটিং অ্যামিবা’ কী জানেন? ১৮ দিনের মধ্যেই মৃত্যু
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Brain-Eating Amoeba: এক ধরণের বিরল মস্তিস্কের সংক্রমণে মৃত্যু হয় পাঁচ বছরের ফুটফুটে প্রাণের। জন্য দায়ী এক ধরণের অ্যামিবা। এই অ্যামিবাকে বলা হয় ‘ব্রেন ইটিং অ্যামিবা’ বা 'মস্তিষ্ক খাওয়া অ্যামিবা'।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
নেগ্লেরিয়া ফাউলেরির সংক্রমণ দ্রুত বৃদ্ধি পায়। বিজ্ঞানীরা এখনও এই রোগের কার্যকর কোনও চিকিৎসা আবিষ্কার করতে পারেননি। দেশে PAM-এর ২০ টি কেস রিপোর্ট করা হয়েছে। কোঝিকোড় মামলাটি কেরালা থেকে রিপোর্ট করা সপ্তম মামলা। গত বছরের জুলাই মাসে, আলাপুঝার এক ১৫ বছর বয়সী কিশোর PAM-এ মারা গিয়েছিল বলেই মিডিয়া সূত্রে খবর।