South 24 Parganas News: শিলিগুড়ি, তারাপীঠ থেকে শান্তিনিকেতন...সরাসরি পৌঁছে যাবেন বাসে!  

Last Updated:

South 24 Parganas News: বারুইপুর থেকে দূরপাল্লার শীততাপ নিয়ন্ত্রিত (এসি) বাস পরিষেবা চালু করল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। নতুন এই চারটি বাস রুট উপহার পেল বারুইপুরবাসী।

+
বাস

বাস উদ্বোধন

দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুর থেকে দূরপাল্লার শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস পরিষেবা চালু করল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। নতুন এই চারটি বাস রুট উপহার পেল বারুইপুরবাসী। বারুইপুর থেকে সরাসরি শিলিগুড়ি, তারাপীঠ যা ভলভো বাস সার্ভিস পরিষেবা পাওয়া যাবে এছাড়া বারুইপুরের উত্তরভাগ থেকে হাওড়া ষ্টেশন ও বারাসত পর্যন্ত এই চারটি রুটের সরকারি বাস পরিষেবাও পাওয়া যাবে।
বারুইপুরের ফুলতলায় এই বাস পরিষেবার উদ্ধোধন করা হয়। উদ্ধোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। উপস্থিত ছিলেন বারুইপুর পুর্বের বিধায়ক বিভাস সর্দার। এই চারটি রুটের বাস পরিষেবা চালু হওয়ায় উপকৃত হবে এলাকার বাসিন্দারা। শুধু বারুইপুর এলাকার বাসিন্দারাই নয় সোনারপুর, জয়নগর, কুলতলি, ক্যানিংয়ের মত সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারাও উপকৃত হবে।
advertisement
advertisement
সামনেই গরমের ছুটি পড়বে স্কুলগুলিতে। ট্রেনে টিকিট পাওয়ার ক্ষেত্রে অনেকেই সমস্যায় পড়েন। এই বাস পরিষেবা চালু হওয়ায় এইসব এলাকা থেকে সরাসরি উত্তরবঙ্গ বা তারাপীঠ শান্তিনিকেতন যাওয়ার ক্ষেত্রে উপকৃত হবেন স্থানীয় যাত্রীরা।
বারুইপুরের ফুলতলা বাস টার্মিনাস থেকে ছেড়ে এসি ভলভো বাস যাবে শিলিগুড়ি। ভাড়া ১ হাজার ৩৯৫ টাকা। তারাপীঠ যাওয়ার ভলভো বোলপুর, সিউড়ি হয়ে সোজা তারাপীঠ যাবে। ভাড়া ৪৩৫ টাকা। মঙ্গলবার থেকে এই বাস পরিষেবা শুরু হবে। অনলাইনেও পাওয়া যাবে টিকিট।
advertisement
বাসের সময়সুচী: বারুইপুর থেকে উদ্বোধন হওয়া রুটের তথ্য
1) রুট ন: ACT19, বারুইপুর থেকে শিলিগুড়ি : AC VOLVO
বারুইপুর ফুলতলা টার্মিনাস থেকে ছাড়বে বিকাল : ৫.০০
advertisement
ফেরার জন্য শিলিগুড়ি তেনজিং নোরগে টার্মিনাস থেকে ছাড়বে সন্ধ্যা : ৭.৩০
ভাড়া : ১৩৯৫.০০
অনলাইন বুক করা যাবে wbtconline.in ওয়েবসাইট থেকে এবং রেডবাস মোবাইল অ্যাপ ব্যাবহার করে।
2) রুট ন: ACT20 বারুইপুর থেকে তারাপীঠ ভায়া বোলপুর, সিউড়ী : AC VOLVO
বারুইপুর ফুলতলা টার্মিনাস থেকে ছাড়বে : সকাল ১০.০০
ফেরার জন্য তারাপীঠ থেকে ছাড়বে : সকাল ৭.৪৫
advertisement
এই বাসটাই বোলপুর(শান্তিনিকেতন) থেকে বারুইপুরের জন্য ছাড়বে : সকাল ১০.৩০
বারুইপুর থেকে তারাপীঠ ভাড়া : ৬২৫.০০
বারুইপুর থেকে বোলপুর(শান্তিনিকেতন) ভাড়া : ৪৩৫.০০
অনলাইন বুক করা যাবে wbtconline.in ওয়েবসাইট থেকে এবং রেডবাস মোবাইল অ্যাপ ব্যাবহার করে।
3) রুট ন: ST34:- বারুইপুর(উত্তরভাগ)
থেকে হাওড়া স্টেশন ভায়া শিয়ালদহ, ডালহৌসি সকালে ও বিকালে সারাদিনে এই রুটে আপাতত তিনটি বাস চলবে।
advertisement
4) রুট ন: D37, বারুইপুর(উত্তরভাগ) থেকে বারাসাত ভায়া ই.এম. বাইপাস, উল্টোডাঙা, এয়ারপোর্ট
সকালে ও বিকালে সারাদিনে এই রুটে আপাতত চারটি বাস চলবে।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: শিলিগুড়ি, তারাপীঠ থেকে শান্তিনিকেতন...সরাসরি পৌঁছে যাবেন বাসে!  
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement