North 24 Parganas News: মাত্র ৫ টাকায় সাধারণ মানুষের পাতে পড়ল খাসির মাংস! ব্যাপারটা কী

Last Updated:

মাত্র ৫ টাকায় সাধারণ মানুষের পাতে পড়ল খাসির মাংস! ব্যাপারটা কি

+
খাসির

খাসির মাংস

রুদ্র নারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: মাত্র ৫ টাকাতেই খাসির মাংস দিয়ে ভুরিভোজ সারলেন শতাধিক সাধারণ মানুষ। শুনতে কিছুটা অবাক মনে হলেও এমন ঘটনারই সাক্ষী থাকলো নৈহাটি পৌরসভার মা ক্যান্টিন। জানা গিয়েছে, পাঁচ বছর পূর্তি হল নৈহাটি পৌরসভার এই মা ক্যান্টিনের, আর তাই বিশেষ দিনটি উদযাপনে সাধারণ মানুষের পাতে পড়ল খাসির মাংস। চেটেপুটে খেলেন সকলে। সমাজের পিছিয়ে পড়া মানুষদের মুখে প্রতিদিন আহারের ব্যবস্থা করতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পাঁচ বছর আগে চালু হয়েছিল নৈহাটির এই মা ক্যান্টিন। পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের হাত ধরে সেই সময়ে শুরু হওয়া নৈহাটি পৌরসভার ‘মা ক্যান্টিন’ পদার্পণ করেছে পঞ্চম বছরে। আর তাই বিশেষ দিনকে স্মরণীয় করে রাখতেই মেনুতে যোগ হল খাসির মাংস। বর্তমানে নৈহাটি এলাকায় দুটি ইউনিটে চলে মা ক্যান্টিন এর পরিষেবা। প্রতিদিন গড়ে প্রায় ৬০০ মানুষ এই ক্যান্টিন থেকে নামমাত্র মূল্যে পেটভরে খাবার পান।
তবে বিশেষ দিন উপলক্ষে এদিনের থালিতে ছিল- ভাত, ডাল, পটল-আলুর তরকারি, খাসির মাংস, পাপড় ভাজা, চাটনির ব্যবস্থা। মাত্র ৫ টাকাতেই এলাহি এই আয়োজন দেখে খুশি সাধারণ মানুষজনও। পরিষেবা গ্রহণ করা মানুষজন জানালেন, খাবারের গুণগত মান এবং পরিমাণ অন্যান্য মা ক্যান্টিনের থেকে অনেকটাই ভালো। পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় বলেন, এই মা ক্যান্টিন শুধু খাবার তুলে দেওয়ার জন্যই নয়, মানবিকতারও প্রতীক। আগামী দিনেও এই ভাবেই প্রকল্প চলবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এর মধ্যে দিয়েই যেন নৈহাটি পৌরসভার তরফ থেকে বার্তা দেওয়া হয় সঠিক পরিকল্পনা এবং ইচ্ছাশক্তি থাকলে পৌর পরিষেবাও হয়ে উঠতে পারে মানবিক।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: মাত্র ৫ টাকায় সাধারণ মানুষের পাতে পড়ল খাসির মাংস! ব্যাপারটা কী
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement