Abhishek Banerjee: 'সাগরদিঘিতে তৃণমূল জিতলে পেট্রোলের দাম ৫ টাকা কমত,' দাবি অভিষেকের
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Abhishek Banerjee: তৃণমূলের জনসংযোগ কর্মসূচিতে মুর্শিদাবাদে এসে বিভিন্ন ইস্যুতে বিজেপি এবং কংগ্রেসকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
মুর্শিদাবাদ: তৃণমূলের জনসংযোগ কর্মসূচিতে মুর্শিদাবাদে এসে বিভিন্ন ইস্যুতে বিজেপি এবং কংগ্রেসকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, বিজেপি যদি ভাইরাস হয় তাহলে তৃণমূল কংগ্রেস হল ভ্যাকসিন।তৃণমূল কংগ্রেস একমাত্র বিজেপি কে মারতে পারে। এদেরকে উচিত শিক্ষা দিতে পারে তৃণমূল কংগ্রেস। সাগরদিঘিতে কংগ্রেস জিতেছে পেট্রোল, ডিজেল এর দাম কমেনি। তৃণমূল জিতলে ৫ টাকা করে দাম কমত। তাও মানুষ ভোট দিয়েছে সাগরদিঘিতে কংগ্রেস কে। আমি তাদের রায় কে স্বাগত জানাই।
অভিষেক আরও বলেন, সাগরদিঘিতে বায়রন বিশ্বাস জেতার পরে বিজেপি এর হাত শক্তিশালী হয়েছে। এটা আপনারা অস্বীকার করতে পারবেন না। চারিদিকে এনআরসি এনআরসি করছে। যতদিন মা-মাটি-মানুষের সরকার ক্ষমতায় আছে এনআরসি হতে দেবে না। আমি বুক ঠুকে বলে যাচ্ছি।
advertisement
এদিন মুর্শিদাবাদের আরেকটি সভা থেকে অভিষেক বলেন, আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে চোখে দেখে ভোট দিন, কানে শুনে নয়। ২০১৯ থেকে ২০২৪ যেহেতু আপনার ১৮ টা বিজেপিকে দিয়ে দিলেন, ২ তো কংগ্রেসকে দিয়ে দিলেন, যদিও ওই দুটো বিজেপির। কংগ্রেস সাংসদরা যদি দেখতে পারেন একবারও তাঁরা বলেছেন টাকা ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আমি তাহলে মুর্শিদবাদে পা রাখব না।
advertisement
কংগ্রেসকে কটাক্ষ করে অভিষেক বলেন, “এই ৫ মাসে কেন্দ্রের সঙ্গে অধীর চৌধুরী ১ টাও মিটিং করেছে কেন্দ্র সরকার এর টাকা ফেরত দেওয়ার বিষয় নিয়ে কেউ যদি দেখাতে পারে তাহলে আমি সেদিন নবজোয়ার কর্মসূচি বন্ধ করে দেব।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2023 10:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: 'সাগরদিঘিতে তৃণমূল জিতলে পেট্রোলের দাম ৫ টাকা কমত,' দাবি অভিষেকের