East Bardhaman News: দুই মোরগের লড়াইয়ে চরম পরিণতি যুবকের...! নেশাই শেষমেশ কাড়ল প্রাণ
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
East Bardhaman News: মোরগ লড়াই শুরুর আগে প্রাথমিকভাবে মোরগের প্রস্তুতি দেখছিলেন সুনীল। একটি মোরগ ছিল সুনীলের কোলে এবং অন্য আর একটি মোরগ ছাড়া ছিল। হঠাৎই সুনীলের কোলে থাকা মোরগটিকে আক্রমণ করতে যায় অপর একটি মোরগ।
পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলায় ঘটে গেল এক অবাক করা ঘটনা। মর্মান্তিক এই ঘটনার কথা জানলে আপনারাও অবাক হবেন। পূর্ব বর্ধমান জেলায় মোরগের আক্রমণে মৃত্যু হল এক যুবকের। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সুনীল বাস্কে, বয়স ৩২ বছর। তাঁর বাড়ি পূর্ব বর্ধমান জেলার, মেমারি থানার অন্তর্গত বড়োর গ্রামে। জানা যায়, বর্ধমানের জৌগ্রামের জলেশ্বর তলায় মোরগ লড়াইয়ে গিয়ে মোরগের আক্রমণে মৃত্যু হয় ওই ব্যক্তির।
মৃত সুনীল বাস্কের পরিবার সূত্রে জানা গিয়েছে, মোরগ লড়াইয়ের ভালই নেশা ছিল সুনীলের। প্রায়শই সুনীল এদিক-ওদিক মোরগ লড়াইয়ে যেতেন। সেরকমই শুক্রবার দুপুর আড়াইটে-তিনটে নাগাদ জৌগ্রামের জলেশ্বর তলায় মোরগ লড়াই চলছিল।
advertisement
মোরগ লড়াই শুরুর আগে প্রাথমিকভাবে মোরগের প্রস্তুতি দেখছিলেন সুনীল। একটি মোরগ ছিল সুনীলের কোলে এবং অন্য আর একটি মোরগ ছাড়া ছিল। হঠাৎই সুনীলের কোলে থাকা মোরগটিকে আক্রমণ করতে যায় অপর একটি মোরগ। তখনই মোরগের আক্রমণে ঘায়েল হন সুনীল।
advertisement
জানা গিয়েছে, মোরগ লড়াইয়ে সমস্ত মোরগের পায়ে ধারালো অস্ত্র থাকে আর সেই ধারালো অস্ত্রের আঘাতে সুনীল বাস্কের পায়ের শিরা কেটে যায় এবং তিনি মাটিতে পড়ে যান। মাটিতে পড়ে গেলেও পরবর্তীতে আবার সেই মোরগ সুনীলকে আঘাত করে।
advertisement
পরবর্তীতে স্থানীয় মানুষের সহযোগিতায় সুনীলকে প্রথমে হাসপাতালে যাওয়া হয় এবং সেখান থেকে বর্ধমান মেডিক্য়াল কলেজ হাসপাতালে শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। শনিবার দুপুর ৩টে নাগাদ মৃতদেহের ময়না তদন্ত সম্পন্ন হয় বর্ধমান মেডিক্যাল কলেজে।
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 10, 2024 5:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: দুই মোরগের লড়াইয়ে চরম পরিণতি যুবকের...! নেশাই শেষমেশ কাড়ল প্রাণ