East Mediipore || সাংঘাতিক! হাসপাতালে ওয়ার্ডের মধ্যেই ভাঙল আস্ত মদের বোতল, তারপর?

Last Updated:

East Mediipore || কে বা কারা এভাবে মদ নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকেছিল, তা তদন্ত করে জেনে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে৷

Representative Image
Representative Image
#এগরা: সরকারি হাসপাতালের ভিতরে  মদের বোতল সরবারাহের অভিযোগ ঘিরে উত্তেজনা৷ চাঞ্চল্য এগরা মহকুমা হাসপাতালে৷ বুধবার রাতে হাসপাতালের প্রসূতি বিভাগের মধ্যে রোগীদের শয্যার পাশে হঠাৎই মদের বোতল ভাঙার একটি আওয়াজ হয়, তারপরেই গন্ডগোলের সুত্রপাত৷ বোতল ভাঙার শব্দে কেঁপে উঠেন প্রসূতিরা। সে সময় বাইরে থাকা প্রসূতির বাড়ির লোকজনেরাও ছুটে আসেন। আওয়াজ শুনে বাইরে থেকে হাসপাতালে ঢুকেই তাঁরা যা দেখেন, তাতে তাঁদের চক্ষুচড়ক!  দেখা যায় বিয়ারের বোতল ভেঙে পড়ে আছে প্রসূতি বিভাগের ভিতরেই।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হাসপাতালের কোনো এক কর্মী প্রসূতি বিভাগের মধ্যে দিয়ে বিয়ার বোতল নিয়ে যাওয়ার সময় দেওয়ালে ঠোকা লেগে ভেঙে পড়ে যায়। রোগীর পরিবারের লোকজনের অভিযোগ, হাসপাতালের মধ্যে মদের আসর বসে৷
advertisement
advertisement
এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রশ্ন করা হলে কোনরকম  উত্তর পাওয়া যায়নি। তবে কে বা কারা এভাবে মদ নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকেছিল, তা তদন্ত করে জেনে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে৷  রাতেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Mediipore || সাংঘাতিক! হাসপাতালে ওয়ার্ডের মধ্যেই ভাঙল আস্ত মদের বোতল, তারপর?
Next Article
advertisement
West Bengal Weather Update: নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে, উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা ! পঞ্চমী ও ষষ্ঠীতে কেমন থাকবে আবহাওয়া?
নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে, উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা! পঞ্চমী ও ষষ্ঠীর আবহাওয়ার আপডেট
  • নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে

  • উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা !

  • পঞ্চমী ও ষষ্ঠীতে কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement