East Mediipore || সাংঘাতিক! হাসপাতালে ওয়ার্ডের মধ্যেই ভাঙল আস্ত মদের বোতল, তারপর?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
East Mediipore || কে বা কারা এভাবে মদ নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকেছিল, তা তদন্ত করে জেনে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে৷
#এগরা: সরকারি হাসপাতালের ভিতরে মদের বোতল সরবারাহের অভিযোগ ঘিরে উত্তেজনা৷ চাঞ্চল্য এগরা মহকুমা হাসপাতালে৷ বুধবার রাতে হাসপাতালের প্রসূতি বিভাগের মধ্যে রোগীদের শয্যার পাশে হঠাৎই মদের বোতল ভাঙার একটি আওয়াজ হয়, তারপরেই গন্ডগোলের সুত্রপাত৷ বোতল ভাঙার শব্দে কেঁপে উঠেন প্রসূতিরা। সে সময় বাইরে থাকা প্রসূতির বাড়ির লোকজনেরাও ছুটে আসেন। আওয়াজ শুনে বাইরে থেকে হাসপাতালে ঢুকেই তাঁরা যা দেখেন, তাতে তাঁদের চক্ষুচড়ক! দেখা যায় বিয়ারের বোতল ভেঙে পড়ে আছে প্রসূতি বিভাগের ভিতরেই।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হাসপাতালের কোনো এক কর্মী প্রসূতি বিভাগের মধ্যে দিয়ে বিয়ার বোতল নিয়ে যাওয়ার সময় দেওয়ালে ঠোকা লেগে ভেঙে পড়ে যায়। রোগীর পরিবারের লোকজনের অভিযোগ, হাসপাতালের মধ্যে মদের আসর বসে৷
advertisement
advertisement
এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রশ্ন করা হলে কোনরকম উত্তর পাওয়া যায়নি। তবে কে বা কারা এভাবে মদ নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকেছিল, তা তদন্ত করে জেনে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে৷ রাতেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 16, 2022 1:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Mediipore || সাংঘাতিক! হাসপাতালে ওয়ার্ডের মধ্যেই ভাঙল আস্ত মদের বোতল, তারপর?