Bangla News: মর্মান্তিক! মোবাইলের জন্য স্কুলের ভিতরেই পিটিয়ে মেরে ফেলা হল অস্থায়ী কর্মীকে
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Bangla News: পরীক্ষার শেষে মোবাইল ফেরত পেতে লাঠি, বাস নিয়ে অস্থায়ী কর্মীর উপর আক্রমণ করে, শুধু তাই নয়, পিটিয়ে মারা হয় বলে অভিযোগ উঠেছে৷
দত্তপুকুর: বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলাকালীন ছাত্রদের মোবাইল আটক করেন প্রধান শিক্ষক ৷ পরীক্ষার শেষে মোবাইল ফেরত পেতে লাঠি, বাস নিয়ে অস্থায়ী কর্মীর উপর আক্রমণ করে, শুধু তাই নয়, পিটিয়ে মারা হয় বলে অভিযোগ উঠেছে৷ অন্যদিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অস্থায়ী কর্মীর, তেমনটাই বলা হচ্ছে৷ স্কুলের সিসিটিভি খতিয়ে দেখছে প্রশাসন ।
ছোট জাগুলিয়া উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী কর্মীকে ছাত্ররা পিটিয়ে মেরেছে বলে অভিযোগ, অন্যদিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে বলে মনে করা হচ্ছে। আজ ছোট জাগুলিয়া উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা ছিল। সেই সময় সব ছাত্র-ছাত্রীদের মোবাইল নিয়ে আসতে বারণ করা হয়েছিল বিদ্যালয় এর পক্ষ থেকে৷
advertisement
advertisement
তারপরেও পরীক্ষা দিতে এসে অনেকই মোবাইল নিয়ে আসে ,পরীক্ষার আগে সেই মোবাইল গুলো আটকে রাখলেও পরীক্ষার পরে যারা অভিভাবক নিয়ে এসেছে তাদেরকে মোবাইল ফেরত দিয়ে দেওয়া হয়েছে।
কিছু ছাত্র-ছাত্রী অভিভাবকদের না এনে লাঠি নিয়ে আচমকা চড়াও হয় অস্থায়ী কর্মী শিবুর উপর। এরপরেই হৃদরোগে আক্রান্ত হয়ে স্কুল চত্বরেই পড়ে যায় অস্থায়ী কর্মী। তাকে ছোট জাগুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনা তদন্ত করছে দত্তপুকুর থানার পুলিশ৷ ইতিমধ্যেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে৷ এছাড়াও স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
জিয়াউল আলম
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 29, 2023 6:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: মর্মান্তিক! মোবাইলের জন্য স্কুলের ভিতরেই পিটিয়ে মেরে ফেলা হল অস্থায়ী কর্মীকে