Jagadhatri Puja 2023: জগদ্ধাত্রী পুজোয় আশ্চর্য ঘটনা! প্রতিমার চালচিত্রে এ কী ঘুরছে! তোলপাড় পান্ডুয়া

Last Updated:

Jagadhatri Puja 2023: চালচিত্রে হেঁটে বেড়াচ্ছে,পান্ডুয়ায় জগদ্ধাত্রী পুজোয় জ্যান্ত সাপ! ভয় নয় ভক্তি তার থেকে বেশি অলৌকিক কিছু মনে করছেন পুজো কমিটির সদস্যরা।

+
title=

হুগলি: মঙ্গলবার জগদ্ধাত্রী পুজোয় মহা নবমী। নিষ্ঠার সঙ্গে চলছে সমস্ত পুজো মণ্ডপগুলিতে দেবী হৈমন্তিকার আরাধনা। চন্দননগরের পাশাপাশি গোটা হুগলি জেলাতে চলেছে জগদ্ধাত্রী পুজো। এ বার নবমীর হোম যজ্ঞের সময় ঘটল এক আশ্চর্য ঘটনা। তবে ঘটনাস্থল চন্দননগর নয়, হুগলির পান্ডুয়া।
পুজো চলাকালীন জগদ্ধাত্রীর চালচিত্রে হেঁটে চলে বেড়াতে দেখা গেল একটি সাপ। তবে ভয় না পেয়ে বরং তার প্রতি ভক্তিতে পুজো করতে দেখা গেল পুজো উদ্যোক্তাদের। পাণ্ডুয়া স্টেশন বাজার থেকে জগদ্ধাত্রী পুজো কমিটি গত ২৩ বছর ধরে জগদ্ধাত্রী পুজো করে আসছে।
আরও পড়ুনঃ ঝড়ের বেগে ছুটে গেল বন্দে ভারত! রেললাইনে ধারে ছিটকে পড়ল দশমের পড়ুয়া! মালদহে ভয়ঙ্কর ঘটনা
আজ নবমী পুজোর আরতির সময় হটাৎ দেখা মিলে সেই সাপের। আর তা নিয়েই হৈ চৈ পুজো মণ্ডপে।
advertisement
advertisement
কয়েক ঘণ্টা ধরে জগদ্ধাত্রীর উপর চালচিত্রে ছিল একটি সাপ। এলাকাবাসীদের দাবি, এ ঘটনা অলৌকিক। যতক্ষণ ধরে চলে ততক্ষণ ধরে দেখা যায় সেই সাপটিকে ঠাকুরের মাথার কাছে। পুজো কমিটির সদস্যরা সাপটিকে কোনও প্রকার আঘাত করেননি। সাপটি যেমনভাবে এসেছিল ঠিক সেভাবেই চলে যায়।
রাহী হালদার
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jagadhatri Puja 2023: জগদ্ধাত্রী পুজোয় আশ্চর্য ঘটনা! প্রতিমার চালচিত্রে এ কী ঘুরছে! তোলপাড় পান্ডুয়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement