Vande Bharat Accident: ঝড়ের বেগে ছুটে গেল বন্দে ভারত! রেললাইনে ধারে ছিটকে পড়ল দশমের পড়ুয়া! মালদহে ভয়ঙ্কর ঘটনা

Last Updated:

Vande Bharat Express: রেললাইনের ধারে শৌচকর্ম, প্রাণ কেড়ে নিল দশম শ্রেণির স্কুল ছাত্রী...

বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু
বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু
মালদহ: রেললাইনের ধারে শৌচকর্ম করতে যাওয়ায় কাল হল। বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু দশম শ্রেণির ছাত্রীর। হাওয়ায় গতিতে ছুটে আসা বন্দে ভারত দেখে হতভম্ব হয়ে যায় দশম শ্রেণির ছাত্রী। দূরে সরতে না পারায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়।‌ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। মালদহের সামসী রেল গেটের ঘটনা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত স্কুল ছাত্রীর নাম বাসন্তী মণ্ডল (১৬)। বাড়ি উত্তর দিনাজপুরের ইটাহার থানার চাকলাঘাটে। জানা গিয়েছে, গত এক সপ্তাহ আগে মালদহের ভুতনি থানার নীলকন্ঠ গ্রামে ঘুরতে আসে।
আরও পড়ুনঃ বালিশ জড়িয়ে ঘুমের অভ্যাস! আজই ছাড়ুন…নচেৎ শরীরে দেখা দিতে পারে ভয়ঙ্কর এই সমস্যা
এ দিন জামাইবাবুর বাইকে করে বাড়ি ফিরছিল। দিদিও ছিল। সন্ধ্যা নাগাদ সামসি রেল গেটের কাছে পৌঁছয় তারা। রেলগেট পড়ে থাকায় জামাইবাবু বাইক দাঁড় করায়। সেই সময় বাসন্তী মণ্ডলের প্রস্রাব পায়। বাইক থেকে নেমে দিদিকে সঙ্গে নিয়ে রেললাইনের ধারে কিছুটা দূরে প্রস্রাব করতে যায়। ঠিক সেই সময়ে ডাউন বন্দে ভারত এক্সপ্রেস ছুটে আসছিল। হঠাৎ দ্রুত গতিতে ট্রেন ছুটে আসায় হতভম্ব হয়ে পড়ে দশম শ্রেণীর ওই ছাত্রী। কী করবে কিছু বুঝে ওঠার আগেই চোখের নিমেষে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে।
advertisement
advertisement
ট্রেন চলে যেতেই দিদি জামাইবাবু ছুটে গিয়ে দেখে তার ছিন্ন-বিচ্ছিন্ন দেহ রেললাইনের ধারে পড়ে রয়েছে। মৃত স্কুল ছাত্রীর জামাইবাবু পাণ্ডব মণ্ডল বলেন, আমার স্ত্রী ও শ্যালিকাকে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলাম। সামসি রেল গেটের কাছে আমার শ্যালিকা প্রস্রাব করার জন্য বাইক থেকে নামে। হঠাৎ দ্রুতগতিতে ট্রেন চলে আসায় পালাতে পারেনি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তার। পুলিশ এসে পড়ে মৃতদেহটি উদ্ধার করেছে। আমি শ্বশুর বাড়িতে খবর জানিয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সামসী রেল স্টেশনে কর্তব্যরত রেল পুলিশ ও জিআরপি। দ্রুত পুলিশ রেললাইনের ধার থেকে স্কুল ছাত্রীর দেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য দেহ মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Vande Bharat Accident: ঝড়ের বেগে ছুটে গেল বন্দে ভারত! রেললাইনে ধারে ছিটকে পড়ল দশমের পড়ুয়া! মালদহে ভয়ঙ্কর ঘটনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement