Hooghly : কাজে যাবেন বলে বাইক স্টার্ট দেন, দু'চাকায় ওটা কী লুকিয়ে ছিল! ভয়ানক কাণ্ড
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
সকালবেলা কাজে বেরিয়ে বাইক চালাতে গিয়ে বাইক মালিক দেখতে পান, তাঁর বাইকের মধ্যে রয়েছে আস্ত একটা সাপ। বাইক চালক অক্ষয় সাউ তাঁর সাধের বুলেট বাইক নিয়ে এমন সমস্যায় কখনও পড়েননি।
হুগলি: সকালবেলা কাজে যাবেন বলে বাইক নিয়ে বেরোচ্ছেন! বাইকে উঠে যদি আপনি বুঝতে পারেন যে বাইকের সওয়ারি আপনি শুধু একা নন! আপনার সঙ্গে যে রয়েছে, তার উপস্থিতি নিমেষের মধ্যে আপনাকে বাইক থেকে ছিটকে নামিয়ে দিতে পারে!
এমনই ঘটনা ঘটেছে হুগলির রিষড়ার। সকালবেলা কাজে বেরিয়ে বাইক চালাতে গিয়ে বাইক মালিক দেখতে পান, তাঁর বাইকের মধ্যে রয়েছে আস্ত একটা সাপ। বাইক চালক অক্ষয় সাউ তাঁর সাধের বুলেট বাইক নিয়ে এমন সমস্যায় কখনও পড়েননি। বাইকের ভিতর হেলে দুলে ঢুকে পড়ল একটি সাপ!
আরও পড়়ুন- এটাই হবে শেষ ঢ্যাঁড়স তুলতে যাওয়া, বুঝতেই পারেন নি চাষি! মাঝপথেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা
ট্যাঙ্কের নিচে, সিটের তলায় জায়গা করে নেওয়া দেখে মনে হচ্ছিল, এই বুঝি রাইড শুরুর প্রস্তুতি নিচ্ছে! লাঠি দিয়ে ঠেঙানো হল, গাড়ি দোলানো হল, এমনকী ভয় দেখিয়েও কিছু করা গেল না।
advertisement
advertisement
শেষমেশ বুদ্ধির খেলা—এক্সিলেরেটর দাবিয়ে রাখা হল। বাইকে কম্পন শুরু হতেই সাপ সটান লাফিয়ে বাইক ছেড়ে চম্পট! যদিও সাপটা বিষধর ছিল না। তবে সাপের উপস্থিতি যে ঘুম ছুটিয়ে দেওয়ার মতো, তা এদিন হাড়ে হাড়ে টের পেয়েছেন বাইক মালিক অক্ষয় সাউ। সাপ বেরোতেই তিনি গন্তব্যের দিকে বাইক ছোটালেন। তবে এবার থেকে তিনি গাড়ি চালানোর আগে ট্যাঙ্কের নিচে আগে একবার উঁকি মারবেন।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 29, 2025 6:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly : কাজে যাবেন বলে বাইক স্টার্ট দেন, দু'চাকায় ওটা কী লুকিয়ে ছিল! ভয়ানক কাণ্ড