আসছে দুর্গাপুজো, মনে কষ্ট আর মুখে হাসি ধরে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন বাঁকুড়ার ঢাকিরা
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
গ্রামের ২০ থেকে ২২ টি ঢাকির দল প্রতি বছর পাড়ি দেয় ভিন রাজ্যে ঢাক বাজাতে।
ছাতনা, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: সারা বছর বিভিন্ন শুভ অনুষ্ঠানে এদের দেখা যায় ঢাক বাজাতে। ঢাক বাজানোই এদের পেশা। বাঁকুড়ার এই গ্রাম ঢাকিদের গ্রাম নামেই পরিচিত। জেলার ছাতনা ব্লকের কুলাড়া গ্রাম। এই গ্রামে বসবাস প্রায় ৮০ থেকে ৯০ টি পরিবারের। প্রতিটি পরিবারের সদস্যরা সারা বছরেই বিভিন্ন অনুষ্ঠানের ঢাক বাজিয়ে বেড়ান। সংসার চলে এদের ঢাক বাজিয়েই।
গ্রামের ২০ থেকে ২২ টি ঢাকির দল প্রতি বছর পাড়ি দেয় ভিন রাজ্যে ঢাক বাজাতে। কারণ এই রাজ্যে চাহিদা থাকলেও পয়সা মেলে না সেই অনুপাতে।
তাই পুজোর কয়েকটা দিন দু পয়সা বেশি রোজগারের আশায় তাদের কাউকে যেতে হয় দিল্লি আবার কাউকে যেতে হয় মধ্যপ্রদেশে ঢাক বাজাতে। এমনই জানাচ্ছেন এই গ্রামের ঢাকিরা। সারা বছর বিভিন্ন শুভ অনুষ্ঠানে এই জেলা, ওই জেলা করলেও পূজোর মরশুমে তাঁদের পরিবার ছেড়ে পাড়ি দিতে হয় ভিন রাজ্যে। ঢাক শিল্পী সন্তোষ কালিন্দী, ভীম কালিন্দীরা জানান প্রায় কুড়ি থেকে ২৫ বছর ঢাক বাজিয়ে আসছেন তাঁরা। এই রাজ্যে ঢাক বাজিয়ে পয়সার পরিমাণটা কম থাকে, দু পয়সা জমাতে পারিনা তাই বাধ্য হয়ে পরিবার ছেড়ে যেতে হয় ভিন রাজ্যে। সরকারি সাহায্য বা শিল্পী ভাতাও পান না বলে জানান তিনি। ফলে তাঁদের ছুটতে হয় ভিন রাজ্যে, এমনটাই জানাচ্ছেন ঢাকিরা।
advertisement
advertisement
অন্যদিকে আরেক ঢাক শিল্পী শ্রীকান্ত কালিন্দী বলেন, “প্রতি বছর ভিন রাজ্যে যেতে হয় ঢাক বাজাতে। সরকারি সাহায্য বলতে কিছু নেই। শিল্পী ভাতার জন্য আবেদন করেছিলাম এখনও পাইনি।”
আর কয়েক রাত পোহালেই মহাষষ্ঠী, তার আগে প্রতিদিনই চলছে ঢাক বাজানোর রেওয়াজ। পুজোর কয়েকটা দিন তাদের পরিবার ছেড়ে যেতে হবে ভিন রাজ্যে। তাই আনন্দ আর বিষাদ যেন তাদের এক মুখেই আজ প্রকাশ পাচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,Bankura,West Bengal
First Published :
September 24, 2025 9:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আসছে দুর্গাপুজো, মনে কষ্ট আর মুখে হাসি ধরে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন বাঁকুড়ার ঢাকিরা