Student Death: মর্মান্তিক! স্কুল যাওয়া আর হল না, লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ছাত্রের, গুরুতর আহত আরও ১

Last Updated:

Student Death: স্কুলে যাওয়ার পথে সিমেন্ট বোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রের। গুরুতর আহত আরও এক ছাত্র। প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।

মর্মান্তিক! স্কুল যাওয়া আর হল না, লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ছাত্রের
মর্মান্তিক! স্কুল যাওয়া আর হল না, লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ছাত্রের
মুর্শিদাবাদ:  স্কুলে যাওয়ার পথে সিমেন্ট বোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রের। গুরুতর আহত আরও এক ছাত্র। প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে ভগবানগোলা থানার দীঘা মাইলবাসা এলাকায়। মৃত ছাত্রের নাম মোমিন শেখ।
প্রতিদিনের মতো সোমবার সকালে মোমিন ও শামিম দুই মানাতো ভাই সাইকেল চালিয়ে স্কুল যাচ্ছিল। দু’জনেই মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র।  সেই সময়েই আচমকা একটি সিমেন্ট বোঝাই লরি এসে পিছন থেকে তাদের সাইকেলে ধাক্কা মারে। সাইকেল থেকে মোমিন ছিটকে পড়ে। লরির চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় মোমিনের। গুরুতর আহত হয় শামিম।
advertisement
আরও পড়ুন- শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?
advertisement
স্থানীয়দের তৎপরতায় তড়িঘড়ি শামিমকে উদ্ধার করে জিয়াগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়দের অভিযোগ এই রাস্তা দিয়ে বেপরোয়া গতিতে লরি যাতয়াত করায় মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। এরই প্রতিবাদে ও ঘাতক লরির চালকের শাস্তির দাবিতে স্থানীয়রা বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে ভগবানগোলা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ঘাতক লরি-সহ চালককে আটক করেছে ভগবানগোলা থানার পুলিশ।
advertisement
মৃত মোমিন সেখের মা নাসিমা খাতুন বলেন, সাইকেল নিয়ে ভাইয়ের সঙ্গে স্কুল যাবে বলে না খেয়েই বাড়ি থেকে বেড়িয়ে গিয়েছিল। আমার ছেলেটা আর বাড়ি ফিরল না। বিক্ষোভকারী সঞ্জীব মন্ডল বলেন, এই রাস্তা দিয়ে বেপরোয়া গতিতে লরি যাতায়াত করায়, এর আগেও দুর্ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয় না। আমরা ঘাতক লরির চালকের কঠোর শাস্তি চাই।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Student Death: মর্মান্তিক! স্কুল যাওয়া আর হল না, লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ছাত্রের, গুরুতর আহত আরও ১
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement