South 24 Parganas News: বাঁধ ভেঙে প্লাবন অতীত! ২৫ কোটি ব্যয়ে সাগরে তৈরি হচ্ছে স্থায়ী নদীবাঁধ, শুরু হয়ে গেল কাজ, উৎসবের মরশুমেই বড় 'উপহার'

Last Updated:

South 24 Parganas News: কংক্রিটের স্থায়ী নদীবাঁধ তৈরি করা হচ্ছে। ৭০০ মিটার কংক্রিটের স্থায়ী নদী বাঁধ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেচ দফতর। ইতিমধ্যেই প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে।

এখানেই বাঁধ হবে
এখানেই বাঁধ হবে
গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিকঃ প্রতি বছর বাঁধ ভেঙে প্লাবিত হত গোটা এলাকা। নোনাজলে ক্ষতি হত চাষের। কিন্তু এবার সাগরদ্বীপের ধসপাড়া সুমতিনগর ২ গ্রাম পঞ্চায়েতের বঙ্কিমনগর মৌজার বাসিন্দারা স্থায়ী সমাধান পেতে চলেছেন।
বাঁধে ভাঙন রুখতে সেখানে কংক্রিটের স্থায়ী নদীবাঁধ তৈরি করা হচ্ছে। ৭০০ মিটার কংক্রিটের স্থায়ী নদীবাঁধ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেচ দফতর। সেই মতো অবশিষ্ট ৭০০ মিটার কংক্রিটের নদীবাঁধ তৈরির জন্য প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে। ওই এলাকায় কংক্রিটের স্থায়ী নদীবাঁধ তৈরির জন্য পরিদর্শনে গিয়েছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সেচ দফতরের আধিকারিকগণ, কাকদ্বীপ মহকুমা প্রশাসনের কর্তারা, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।
advertisement
আরও পড়ুনঃ অকালবৃষ্টিতে মাঠেই নষ্ট মাঠের ফসল! উপকূল তীরবর্তী এলাকায় বোরো ধান চাষে ব্যাপক ক্ষতি, সরকারের কাছে চাষিদের পাশে দাঁড়ানোর অনুরোধ
বঙ্কিমনগর মৌজায় ১ নম্বর কলোনিতে চেমাগুড়ি নদীর এক কিলোমিটার বাঁধ প্রথমে ব্লক পিচিং করা হয়েছিল। নদীর স্রোতে সেই বাঁধ নষ্ট হয়ে যায়। বাঁধে মাটি এবং বালির বস্তা ফেলা হয়েছিল। কোনও রকমে অস্থায়ীভাবে সেই বাঁধ মেরামতি করা হয়। দুর্বল সেই বাঁধ পাকাপোক্তভাবে তৈরির জন্য ব্যয় হচ্ছে ২৫ কোটি টাকা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গত বছর ওই নদীবাঁধের ৩০০ মিটার অংশের কাজ হয়েছে। এই বছর আরও ৭০০ মিটার অংশের কাজ হবে। প্রাকৃতিক দুর্যোগ ও বর্ষার কারণে এই কাজ বাকি ছিল। বাঁধ তৈরির জন্য ১২টি পরিবারকে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে‌। এর জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছে বলে জানানো হয়েছে। বাঁধ নির্মাণ হয়ে গেলে গ্রামের মানুষজন উপকৃত হবেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: বাঁধ ভেঙে প্লাবন অতীত! ২৫ কোটি ব্যয়ে সাগরে তৈরি হচ্ছে স্থায়ী নদীবাঁধ, শুরু হয়ে গেল কাজ, উৎসবের মরশুমেই বড় 'উপহার'
Next Article
advertisement
SIR Update: ভোটারের দেখা না পেলে এক বাড়িতে কতবার আসবেন BLO? কী করণীয় আপনার, জানুন SIR-এর জরুরি তথ্য
ভোটারের দেখা না পেলে এক বাড়িতে কতবার আসবেন BLO? কী করণীয় আপনার, জানুন SIR-এর জরুরি তথ্য
  • ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা৷

  • ভোটারের দেখা না পেলে কী করবেন বিএলও-রা?

  • কী করণীয় ভোটারের, সব জানিয়ে দিল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement