ঝোপের মধ্যে বস্তার ভেতর থেকে কান্নার আওয়াজ, ঢাকা সরাতেই দেখা গেল সদ্যোজাত কন্যাসন্তান
- Published by:Simli Raha
Last Updated:
শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা নিয়ে আসে সিউড়ি সদর হাসপাতালে। বর্তমানে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই সদ্যোজাত কন্যাসন্তানকে।
Supratim Das
#সিউড়ি: বীরভূমে সিউড়ির কোমা গ্রামে ক্যানেলের পাশ থেকে বস্তা বন্দি অবস্থায় উদ্ধার এক সদ্যোজাত কন্যাসন্তান। সিউড়ি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হল ওই কন্যাসন্তানকে।
বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত কোমা গ্রামে একটি সদ্যোজাত কন্যাসন্তান উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। শুক্রবার রাতে গ্রামের কিছু যুবক স্থানীয় ক্যানেলের পাড় থেকে কান্নার আওয়াজ শুনতে পান। কাছে গিয়ে তাঁরা দেখতে পান, একটি বস্তাবন্দী সদ্যোজাত কন্যাসন্তান রয়েছে সেখানে। এরপর শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা নিয়ে আসে সিউড়ি সদর হাসপাতালে। বর্তমানে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই সদ্যোজাত কন্যাসন্তানকে।
advertisement
advertisement
যদিও কে বা কারা কোন উদ্দেশ্যে ওই দুধের শিশুকে ফেলে গিয়েছে এ ব্যাপারে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশও। যেহেতু ওই এলাকায় কোন সিসিটিভি নেই, তবুও ওই এলাকায় যাওয়ার সমস্ত প্রধান রাস্তায় সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে শিশু বিভাগে চিকিৎসাধীন রয়েছে সদ্যোজাত কন্যাসন্তান। তার চিকিৎসায় একটি ডাক্তারের টিম কাজ করে চলেছে। আগের থেকে অনেকটা ভাল আছে সে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 04, 2020 10:05 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঝোপের মধ্যে বস্তার ভেতর থেকে কান্নার আওয়াজ, ঢাকা সরাতেই দেখা গেল সদ্যোজাত কন্যাসন্তান