Picnic: নৌকা ফুটো হয়ে ঢুকে এল ডুমা বাওরের জল! ভালবাসার দিনে মর্মান্তিক মৃত্যু, হাহাকার-কান্না

Last Updated:

Valentine's Day Death: ৮-১০ বন্ধু মিলে উত্তর ২৪ পরগণার ডুমার বাওড়ে গিয়েছিলেন পিকনিক করতে। সেখানে নৌকা বিহার করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। জানা গিয়েছে, মৃত ব্যাক্তির নাম স্মরজিৎ সাহা। তিনি গাইঘাটা থানার চাঁদপাড়ার দেবীপুরের বাসিন্দা।

ডুমা বাওর। সংগৃহীত ছবি।
ডুমা বাওর। সংগৃহীত ছবি।
অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ: ৮-১০ বন্ধু মিলে উত্তর ২৪ পরগণার ডুমার বাওড়ে গিয়েছিলেন পিকনিক করতে। সেখানে নৌকা বিহার করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। জানা গিয়েছে, মৃত ব্যাক্তির নাম স্মরজিৎ সাহা। তিনি গাইঘাটা থানার চাঁদপাড়ার দেবীপুরের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ডুমার বাওড়ে ৮-১০জন বন্ধুর সঙ্গে পিকনিক করতে গিয়েছিলেন স্মরজিৎ। বাওড়ে বন্ধুরা মিলে দুটি নৌকা নিয়ে নৌকা বিহারে বের হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাঝ বাওড়ে তাঁরা লক্ষ্য করেন তাদের নৌকায় জল ঢুকতে শুরু করেছে। সেই সময় আতঙ্কিত হয়ে কয়েকজন নৌকা থেকে লাফ দেন। হুড়োহুড়িতে ডুবে যায় নৌকা।
advertisement
আরও পড়ুনঃ শীত শেষের এই শাক শুক্রাণুর ‘পরম বন্ধু’, এই মরশুমে কয়েকদিন পাতে রাখুন, পুরুষরা পাবেন ‘হর্স পাওয়ার’
জানা গিয়েছে, স্মরজিৎ সাতার না জানায় জলে ডুবে যেতে থাকে সে। তখন তাঁকে বাকিরা উদ্ধার করে বাওড়ের পাড়ে নিয়ে আসে। সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাইঘাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Picnic: নৌকা ফুটো হয়ে ঢুকে এল ডুমা বাওরের জল! ভালবাসার দিনে মর্মান্তিক মৃত্যু, হাহাকার-কান্না
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement