#হাওড়া: হরিদেবপুরে গাড়ি দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎই ঢালিপাড়ার ঝিল পার্কে পড়ে যায় একটি গাড়ি! শুক্রবার বিকেলের ঘটনা। জানা যায় গাড়িটি ওই এলাকায় বেশকিছুক্ষণ ধরেই ঘোরাফেরা করছিল। এর পরেই হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ও দ্রুত গতিতে সোজা ঝিলের মাঝখানে জলাশয়ে গিয়ে পড়ে।
ঝিলের চারপাশে একটি লোহার তারের জাল দেওয়া থাকলেও দ্রুত গাড়ির গতিকে তা আটকাতে পারেনি। গাড়িটি পড়ে গিয়েছে নজরে আসতেই খবর যায় স্থানীয় থানা হরিদেবপুর থানায়। থানা থেকে বেশ কিছু পুলিশ-সহ বিপর্যয় মোকাবিলা টিমও চলে যায় ঘটনাস্থলে।
দমকল বিভাগ ও বিপর্যয় মোকাবিলা দল মিলে গাড়িটির নাগাল পেতে নেমে যায় ঝিলে। প্রায় পনেরো ফুট বেশি গভীর ঝিলে গাড়িটি পড়ে। ফলে নজরে আসতে অনেকটাই সময় চলে যায় বিপর্যয় মোকাবিলা দলের। মাটির তলায় কাদা ও জলের তলায় দৃশ্যমানতা কম থাকায় সময় অনেকটা লাগে। পরে সেই গাড়ি উদ্ধার হওয়া মাত্র নজরে আসে এক ব্যাক্তি রয়েছেন ভিতরে।
গাড়ি পুরোপুরি জল মুক্ত করে বের করে আনা হয় ব্যক্তিকে। স্থানীয় এক বাসিন্দা জানান, দ্রুত গতিতে আসার পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ঝিলে পড়ে যায়। বেশ কিছু সময় ধরে বিপর্যয় মোকাবিলা দলের ডুবুরি তল্লাশি অভিযান চালিয়ে যাবার পরে উদ্ধার হয় গাড়িটি। সেই গাড়িতে এক ব্যাক্তিকে নজরে আসতেই কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়। গাড়ির মধ্যে আটকে যাওয়া সেই ব্যাক্তিকে উদ্ধার করার পরেই পাঠানো হয় বিদ্যাসাগর হাসপাতালে।
হাসপাতালে যাওয়া মাত্রই ২৮ বছরের সোনাই ঘোষকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। স্থানীয়দের দাবি অনুযায়ী দুই ব্যক্তি ঐ গাড়ির মধ্যে ছিল, আরও একজনের জন্য ফের ডুবুরি জলের তলায় গেলেও মেলেনি খোঁজ। শনিবার ও ফের ডুবুরি নামিয়ে দেখা হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Haridebpur