Murshidabad News: জাতীয় সড়কের উপর খারাপ লরি! যানজট সামলাচ্ছিলেন ট্রাফিক ওসি, ডাম্পার এসে পিষে দিল তাঁকে!
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Lorry Accident: মুর্শিদাবাদে জঙ্গিপুর পুলিশ জেলার সাগরদিঘি থানার মোড়গ্রামে কর্তব্যরত অবস্থায় ডাম্পারের ধাক্কায় ট্রাফিক ওসি রাজকুমার কর্মকারের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে যানজট কমানোর কাজ করছিলেন তিনি।
মুর্শিদাবাদ: জঙ্গিপুর পুলিশ জেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। কর্তব্যরত অবস্থায় প্রাণ গেল ট্রাফিক ওসির। জানা গিয়েছে, জঙ্গিপুর পুলিশ জেলার সাগরদিঘি থানার মোড়গ্রাম এলাকায় কর্তব্যরত অবস্থায় একটি ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল রাজকুমার কর্মকার নামে এক পুলিশ অফিসারের।
বিশেষ সূত্রে জানা যায়, মোড়গ্রামে ১২ নং জাতীয় সড়কের ওপর একটি লরি খারাপ হয়ে যায়। আর তারপরেই রাস্তার যানজট কমানোর কাজ করছিলেন রাজকুমার কর্মকার নামে ওই পুলিশ অফিসার। সেই সময় পিছন থেকে একটি ডাম্পার এসে ধাক্কা মারে সামনে থাকা একটি লরিকে।
advertisement
advertisement
বর্ষায় ঘরে-বাইরে কিলবিল করছে সাপ? দরজার সামনে ছিটিয়ে দিন এই ‘গুঁড়ো’! সুরক্ষিত থাকবে পরিবার ও সন্তান!
তখনই দুর্ঘটনার শিকার হন কর্তব্যরত পুলিশ। সেখানেই লুটিয়ে পড়েন ওই পুলিশ অফিসার। তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের ডাক্তার মৃত ঘোষণা করেন। ঘটনার জেরে পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়।
advertisement
জঙ্গিপুর জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরেই সাগরদিঘির ট্রাফিক পদে দায়িত্ব সামলাচ্ছিলেন রাজকুমার কর্মকার। জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সাগরদিঘির বেশ কিছুটা এলাকা জাতীয় সড়কের অধীনে। অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়গ্রাম ট্রাফিক মোড়। একদিকে যাচ্ছে বীরভূম অন্যদিকে যাচ্ছে বহরমপুর। গুরুত্বপূর্ণ মোড়েই যানজট হলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। যানজট নিয়ন্ত্রণে আনতে গিয়েই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল। যদিও ঘাতক ডাম্পারকে আটক করেছে পুলিশ বলেই জানা গিয়েছে।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 11, 2025 12:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: জাতীয় সড়কের উপর খারাপ লরি! যানজট সামলাচ্ছিলেন ট্রাফিক ওসি, ডাম্পার এসে পিষে দিল তাঁকে!