বর্ষার ভরা জোয়ারে নেমে পড়েন নদীতে! সুন্দরবন বাঁচাতে এই যুবকরা যা করেন...! সত্যিই অনবদ্য
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
সুন্দরবনের অরণ্য ও নদীর খাঁড়িতে সারা বছর ম্যানগ্রোভের বীজ মেলে না
সন্দেশখালি, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: বর্ষার ভরা জোয়ারেই নদীতে নেমে পড়েন একদল যুবক। উদ্দেশ্য, সুন্দরবন বাঁচাতে ম্যানগ্রোভের বীজ সংগ্রহ। সুন্দরবনের অরণ্য ও নদীর খাঁড়িতে সারা বছর ম্যানগ্রোভের বীজ মেলে না। কিন্তু এই বর্ষার মরসুমেই জন্ম নেয় বেশিরভাগ ম্যানগ্রোভ প্রজাতির ফল। এই সময়ে পাওয়া যায় ম্যানগ্রোভ পুনরুজ্জীবনের সোনালি সুযোগ।
বর্ষা এলেই উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালির রায়মঙ্গল, কলাগাছি- এমন একাধিক নদীর পাড়ে নৌকা বেঁধে নেমে পড়েন আতাপুরের একদল উদ্যমী যুবক। গা-ভেজা কাদামাটি পেরিয়ে, জোয়ারের টান সামলে তাঁরা সংগ্রহ করেন কেওড়া, সুন্দরী, হেতালের মতো একাধিক ম্যানগ্রোভের বীজ। যুবকদের সঙ্গে এলাকার বহু মহিলাও এই কাজে হাত মেলান।
আরও পড়ুনঃ মালদহে গ্রেফতার বাংলাদেশি যুবক! কী উদ্দেশে ভারতে প্রবেশ? চমকে দেবে সেই কারণ!
স্থানীয় যুবকদের হাতে গড়া এই সামাজিক সংগঠনের প্রচেষ্টায় সংগৃহীত বীজ থেকে গড়ে ওঠে ম্যানগ্রোভের চারা। বিশেষ পদ্ধতিতে লালনপালন করে এসব চারা নদীর পাড় ও জঙ্গল এলাকায় রোপণ করা হয়, যাতে ভাঙন রোধের পাশাপাশি ফিরে আসে প্রকৃতির হারানো সবুজ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়দের কথায়, এই কার্যক্রম শুধু পরিবেশ রক্ষার লড়াই নয়, এটি গ্রামীণ মানুষকে একসঙ্গে বেঁধে রাখার এক অনন্য উদাহরণ। বর্ষার এই মরসুমে যেন সন্দেশখালিতে চলছে ‘সবুজ বীজ বোনার উৎসব’। এর মাধ্যমেই সুন্দরবনকে আরও সবুজ গড়ে তোলার লক্ষ্য নিয়েছেন এলাকার যুবকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 10, 2025 5:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বর্ষার ভরা জোয়ারে নেমে পড়েন নদীতে! সুন্দরবন বাঁচাতে এই যুবকরা যা করেন...! সত্যিই অনবদ্য