East Bardhaman News: ছাইয়ের ঢিপিতে অভাবনীয় শিল্পের ঝলক! বর্ধমানে শিল্পীদের তৈরি অভিনব 'আর্ট'

Last Updated:

পথচলতি অনেকেই এই শিল্পকর্ম দেখার জন্য ভিড় জমিয়েছিলেন। এছাড়াও স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এক আলাদা উত্তেজনা লক্ষ্য করা যায়।

+
ল্যান্ড

ল্যান্ড আর্ট 

পূর্ব বর্ধমান: ছাইয়ের গাদার মধ্যেই তুলে ধরা হল আশ্চর্য শিল্পকর্ম। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের বুকে হয়তো এর আগে এরকম কোনও শিল্পকর্ম কেউই দেখেননি। বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বেশ কিছু শিল্পী একত্রিত হয়ে ফুটিয়ে তোলেন এটি। পরিবেশ দূষণের কারণে সমাজ থেকে অনেক প্রাণী বর্তমানে বিলুপ্তির পথে। তাই সকলকে সচেতন করার জন্য, বিভিন্ন বিলুপ্ত প্রায় প্রাণীর ছবি ছাই দিয়ে তুলে ধরেন শিল্পীরা। এটা ছিল একটা ল্যান্ড আর্ট ওয়ার্কশপ। নেচার অফ ক্যানভাসের তরফ থেকে ফিরিয়ে দাও অরণ্য নাম দিয়ে এই ওয়ার্কশপের আয়োজন করা হয়েছিল।
উদ্যোক্তা শিল্পী রঙ্গজীব রায় বলেন, “পরিবেশ সচেতনতার বার্তা দিতেই এই ওয়ার্কশপ। অনেক প্রাণী পরিবেশ থেকে হারিয়ে যাচ্ছে , তাদের আবার ফিরিয়ে আনতে হবে। প্রাণীদের স্বচ্ছ পরিবেশ ফিরিয়ে দিতে পারলে আমরাও অনেক ভাল থাকব।” বর্ধমান ছাড়াও এই শিল্পকর্ম প্রস্তুত করার জন্য হাজির হয়েছিলেন ভিন জেলার শিল্পীরাও। কলকাতা, নদিয়া, বাঁকুড়া, বীরভূম থেকেও এসেছিলেন শিল্পীরা। বেশ কিছু ছবি সকলে মিলে তুলে ধরেছিলেন ছাইয়ের ঢিপির মধ্যে। যেখানে তুলে ধরা হয়েছিল ঘড়িয়াল, গাঙ্গেয় ডলফিন এর মতো হারিয়ে যেতে বসা প্রাণীদের ছবি।
advertisement
এছাড়াও ছাই দিয়েই তুলে ধরা হয়েছিল আরও এক ভিন্ন ছবি। যেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি একটা গাছের গুঁড়িয়ে আঁকড়ে ধরে শুয়ে রয়েছেন। এই ছবির মাধ্যমেও শিল্পীরা গাছ কাটা বন্ধ করা এবং গাছ রোপণের বার্তা দিতে চেয়েছেন। কলকাতা থেকে আগত শিল্পী শুভেন্দু বিশ্বাস বলেন, “ঘড়িয়াল, গাঙ্গেয় ডলফিনের মতো প্রাণীদের ছবি তুলে ধরেছি, কারণ তারা এখন হারিয়ে যাচ্ছে। মানুষকে সচেতন হওয়ার বার্তা দিচ্ছি। ছাইকে এখানে আমরা হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভিন্ন ছবি তুলে ধরেছি।”
advertisement
advertisement
পথচলতি অনেকেই এই শিল্পকর্ম দেখার জন্য ভিড় জমিয়েছিলেন। এছাড়াও স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এক আলাদা উত্তেজনা লক্ষ্য করা যায়। স্থানীয় বাসিন্দা অসীম কুমার মল্লিক বলেন, “খুবই ভাল লাগছে। এইধরনের কাজ আমাদের এলাকায় প্রথম দেখলাম, খুবই সুন্দর হয়েছে।” সবমিলিয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিল্পীদের এহেন উপস্থাপনা সত্যিই অভিনব। পরিবেশ দূষণ রুখতে এবং সকলকে সচেতন করতে আগামী দিনেও আরও নতুন কাজ করবেন বলে জানিয়েছেন শিল্পীরা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: ছাইয়ের ঢিপিতে অভাবনীয় শিল্পের ঝলক! বর্ধমানে শিল্পীদের তৈরি অভিনব 'আর্ট'
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement