অপারেশন সিঁদুরের গুরুদায়িত্ব পালন করেছিলেন, বাংলার ছেলে বাড়ি ফিরতেই শুরু উৎসব
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
অপারেশন সিঁদুরের গুরুদায়িত্ব পালনের পর নদিয়ার শান্তিপুর আরবলদা গ্রামের দীপ বিশ্বাস ফিরলেন বাড়িতে। উৎসবের চেহারা গ্রামজুড়ে। সম্প্রতি ভারত-পাকিস্তান যুদ্ধ পরবর্তী পরিস্থিতি শান্ত হলে নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের আর বলদা গ্রামের বাড়িতে এলেন তিনি।
শান্তিপুর: অপারেশন সিঁদুরের গুরুদায়িত্ব পালনের পর নদিয়ার শান্তিপুর আরবলদা গ্রামের দীপ বিশ্বাস ফিরলেন বাড়িতে। উৎসবের চেহারা গ্রামজুড়ে। সম্প্রতি ভারত-পাকিস্তান যুদ্ধ পরবর্তী পরিস্থিতি শান্ত হলে নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের আর বলদা গ্রামের বাড়িতে এলেন তিনি। সেনাবাহিনীতে কর্মরত দীপ বিশ্বাসকে শুভেচ্ছা জানাতে তাঁর বাড়িতে আসেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী এমনটাই জানালেন।
অত্যন্ত অভাবী এবং কৃষি পরিবারের ছেলে দীপের ছোট ভাই অষ্টম শ্রেণীতে পড়ে। ২০২৪ সালে উচ্চমাধ্যমিক পাশ করার পরেই দীপ ইন্ডিয়ান আর্মিতে অগ্নিবীর হিসেবে কাজে যোগদান করেন। হায়দরাবাদ প্রথম পোস্টিং, তার পর সাত মাস বাদে বাড়ি এসে অসম, অরুণাচল প্রদেশ। দ্বিতীয়বারের জন্য বাড়িতে আসা গত ফেব্রুয়ারি মাসে। এর পর তিনি কর্তব্যরত ছিলেন জম্মুতে।
advertisement
আরও পড়ুন- বেন স্টোকসই কি জাদেজা-সুন্দরের সঙ্গে হাত মেলাতে চাননি? সামনে এল ম্যাচের পর গিলের বিবৃতি
পহেলগাঁওতে পাকিস্তানি জঙ্গিদের ভারতীয় পর্যটকদের গুলি করে খুনের পর ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের বিশেষ এক ট্রেনিং দেওয়া হয়। তার পর অপারেশন সিঁদুর, তাতে ছিলেন দীপ বিশ্বাসও।
advertisement
সেই সময় পরিবারের সঙ্গে অনিয়মিত যোগাযোগ ছিল তাঁর। এমনকী পরিবার দুশ্চিন্তায় থাকবে বলে অনেক কথাই গোপান করেন। এদিন গ্রামে আসার পর বিদ্যালয়ের বন্ধুবান্ধব, পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন, স্থানীয় ক্লাবের সদস্যরা তাঁর সঙ্গে দেখা করেন।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 28, 2025 7:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অপারেশন সিঁদুরের গুরুদায়িত্ব পালন করেছিলেন, বাংলার ছেলে বাড়ি ফিরতেই শুরু উৎসব