একই পরিবারের ৪ জনের রহস্যজনক মৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ
Last Updated:
একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু। শিলিগুড়ি লাগোয়া আশিঘরের পাপিয়াপাড়ায় বাড়ি থেকে উদ্ধার দম্পতির ঝুলন্ত দেহ। শোওয়ার ঘর থেকে উদ্ধার দুই ছেলেমেয়ের দেহ।
#শিলিগুড়ি: একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু। শিলিগুড়ি লাগোয়া আশিঘরের পাপিয়াপাড়ায় বাড়ি থেকে উদ্ধার দম্পতির ঝুলন্ত দেহ। শোওয়ার ঘর থেকে উদ্ধার দুই ছেলেমেয়ের দেহ।
প্রতিবেশী নৃপেন পাল জানিয়েছেন সকাল থেকেই সদর দরজা বন্ধ। অনেক ডাকা ডাকিতেও কারও সাড়া পাননি। এরপরই বাড়ির বারান্দায় ছেলের ঝুলন্ত দেহ নজরে আসে। খবর দেন প্রতিবেশীদের। দরজা ভেঙে ভিতরে ঢুকে ছেলে বাসু পালের ঝুলন্ত দেহ দেখতে পান ।
advertisement
advertisement
পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও সন্তানদের শ্বাসরোধ করে খুন করে আত্মঘাতী হয়েছেন মৃৎশিল্পী বাসু পাল। প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান পুলিশের। তবে খতিয়ে দেখা হচ্ছে সব সম্ভাবনাই। মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 05, 2018 3:03 PM IST