Domjur Fire: কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ, কারখানার ভিতর বিস্ফোরণের শব্দ, উড়ে গেল ছাদ! হাওড়ার ডোমজুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
ধোঁয়া বেরিয়ে আসতে দেখে এলাকাবাসী খবর দেন ডোমজুড় থানায়। এসে পৌঁছয় দমকল বাহিনী রাসায়নিক কারখানায় অনেক দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়াচ্ছে বলে অনুমান।
হাওড়া, দেবাশিস চক্রবর্তী: হাওড়ার ডোমজুড়ের উত্তর ঝাপড়দহ এলাকার রাসায়নিক কারখানায় আগুন। সূত্রের খবর, সোমবার দুপুরে আচমকাই কালো ধোঁয়া দেখথে পান স্থানীয়েরা। দ্রুত ছড়ায় আগুন। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ১৫টি ইঞ্জিন (খবরটি প্রকাশিত হওয়ার সময়কালীন সংখ্যা এটি।)। আগুন এবং ধোঁয়া ক্রমেই বাড়ছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী।
কীভাবে ঘটল এটি? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর সাড়ে ৩টে নাগাদ কারখানাটিতে আগুন লাগে। ধোঁয়া বেরিয়ে আসতে দেখে এলাকাবাসী খবর দেন ডোমজুড় থানায়। এসে পৌঁছয় দমকল বাহিনী রাসায়নিক কারখানায় অনেক দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়াচ্ছে বলে অনুমান। কারখানার ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, তা স্পষ্ট নয়।
advertisement
advertisement
বিস্ফোরণে উড়ে গিয়েছে কারখানার ছাদ। ওই কারখানার পাশেই আরও কয়েকটি ছোট-বড় কারখানা রয়েছে। ফলে বিপদ বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ৫ হাজার বর্গফুট এলাকা ধরে জ্বলছে আগুন। ওই চত্বরেই কারখানার শ্রমিকরা ঘর বেঁধে থাকেন। তাঁদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 21, 2025 5:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Domjur Fire: কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ, কারখানার ভিতর বিস্ফোরণের শব্দ, উড়ে গেল ছাদ! হাওড়ার ডোমজুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড