#পূর্ব বর্ধমান: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৪, জানা গেছে আসানসোল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান সেরে ফিরছিলেন সঙ্গীত শিল্পী মৈত্রী হাজরা সহ ৩ জন । আসানসোল থেকে বর্ধমানে ফেরার সময়েই দুর্ঘটনার শিকার হয় শিল্পীর গাড়ি । ঘটনাস্থলেই মৃত্যু হয় । ঘটানাটি ঘটে বর্ধমানের আজিরাবাগানে ।
আরও পড়ুন : আলোয় ফিরে হাসছে মালদহের গোপালপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দারা
জানা গেছে ২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে । জাতীয় সড়কে ওঠার পরেই গাড়ির গতিবেগ ক্রমশ বাড়তে থাকে ক্রমবর্ধমান গাড়ির নিয়ন্ত্রণ রাখতে না পেরে উল্টোদিক থেকে আসা লরিকে ধাক্কা মারে । গাড়ির ব্রেক ফেল হয়ে ছিল বলেই মনে করা হচ্ছে । ঘটনাস্থলে মৃত্য়ু হয় সঙ্গীত শিল্পী মৈত্রী হাজরা সহ ৩ জনের ।
আরও পড়ুন : কলকাতার মাল্টিজিমে অনিয়ম রুখতে অভিযানে পুরসভা
ভয়াবহ দুর্ঘটনায় স্তব্ধ হয়ে যায় গোটা এলাকা । প্রথমে স্থানীয় এলাকার লোকজনেরা এসে উদ্ধার কাজ শুরু করে । লরির সাথে প্রবল ধাক্কায় গাড়িটি চুরমার হয়ে যায় । পুলিশকে খবর দেওয়া । উদ্ধার কাজে গতিবেগ আনতে l তাড়াতাড়ি ঘটনাস্থলে পোঁছায় পুলিশ শুরু হয় তদন্ত। লরির চালক পলাতক । তার অনুসন্ধান চলছে ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 4 Died, East Bardhaman, Terrible Accident, West bengal