West Bardhaman News: মাত্র ২ টাকাতেই! কাপের পর কাপ চা খেলেও চিন্তা নেই আর, লম্বা লাইন দোকানের সামনে
- Reported by:NAYAN GHOSH
- hyperlocal
Last Updated:
মশলা চা, আদা চা, লিকার চা, দুধ চা এবং ব্ল্যাক টি। আপনি যে কোনও ধরনের চা পান করতে চান না কেন, দু'টাকার বিনিময়ে সেই এক কাপ চা আপনি পেয়ে যাবেন।
দুর্গাপুর: মহার্ঘ্য শহরে রাস্তায় বেরিয়ে এক কাপ চা খেতে গেলে পকেট থেকে খসবে পাঁচ টাকা। যদি একটু ভাল মানের চা পান করতে চান, তাহলে দাম দিতে হবে আরও বেশি। আর যারা বার বার চা পান করেন, তাদের অনায়াসে ১০০ টাকা খরচ হয়ে যাওয়া খুব বড় ব্যাপার নয়। কিন্তু দুর্গাপুরের এক যুবক সেই সমস্যার সুরাহা খুঁজে বের করেছেন। যেখানে মাত্র দু’টাকায় পেয়ে যাবেন এক কাপ চা।
দুর্গাপুরের বি ওয়ান মোড়। সেখানেই রয়েছে দীপ বাবুর চায়ের দোকান। সম্প্রতি এই চায়ের দোকান তিনি শুরু করেছেন। যেখানে মাত্র দু’টাকায় পাওয়া যাচ্ছে এক কাপ চা। এই স্বল্পমূল্যেই আপনার কাছে রয়েছে স্বাদ বদলের সুযোগ।
আরও পড়ুন: ডান দিকের ব্রেন অক্ষম, এক হাত অকেজো, হার্টে… ৭০% শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই মাধ্যমিকে ছাত্রী!
advertisement
advertisement
অর্থাৎ দু’টাকার বিনিময়ে আপনি চার থেকে পাঁচ ধরনের চা পেতে পারেন। তালিকায় রয়েছে মশলা চা, আদা চা, লিকার চা, দুধ চা এবং ব্ল্যাক টি। আপনি যে কোনও ধরনের চা পান করতে চান না কেন, দু’টাকার বিনিময়ে সেই এক কাপ চা আপনি পেয়ে যাবেন।
দোকান মালিক দীপ দাস বলছেন, এখন রাস্তায় একটু ভাল চা খেতে গেলে পাঁচ টাকার কমে তা পাওয়া যায় না। ভালো মানের চা খেতে গেলে খরচ হয় আরও বেশি। যারা বারবার চা খান, তাদের খরচ আরও বেশি হয়।
advertisement
সেই বিষয় মাথায় রেখেই তিনি মাত্র দু’টাকার বিনিময়ে চা বিক্রি শুরু করেছেন। তিনি বলছেন, এক্ষেত্রে চায়ের স্বাদ বা গুণগত মানের দিকে কোনও রকমভাবে আপোষ করা হয়নি। কিন্তু সেখানে পরিমাণ একটু কম দেওয়া হচ্ছে।
ন্যূনতম লাভ রেখে বিক্রেতা ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন বিভিন্ন স্বাদের চা। তাও আবার মাত্র দু টাকার বিনিময়ে। আর এই চা পান করতে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় জমছে ক্রেতাদের।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 05, 2024 2:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: মাত্র ২ টাকাতেই! কাপের পর কাপ চা খেলেও চিন্তা নেই আর, লম্বা লাইন দোকানের সামনে