North 24 Parganas News: গাড়ি বেরোয়নি বাড়ি থেকে, এদিকে পুলিশ চালান কেটে দিল! আপনার সঙ্গে হয়েছে নাকি এমনটা?

Last Updated:

North 24 Parganas News: বাড়িতে ঘরবন্দি গাড়ি, আর সেই গাড়িরই ফাইন আসল মোবাইলে! ভূতুড়ে এমন কাণ্ড দেখে রীতিমতো অবাক গাইঘাটার বিশ্বাস পরিবার।

+
ঘরে

ঘরে রাখা গাড়ি

উত্তর ২৪ পরগনা: বাড়িতে ঘরবন্দি গাড়ি, আর সেই গাড়িরই ফাইন আসল মোবাইলে! ভূতুড়ে এমন কাণ্ড দেখে রীতিমতো অবাক গাইঘাটার বিশ্বাস পরিবার। চলতি বছরের ফেব্রুয়ারির ৩ তারিখ থেকে টিনের ঘরে রাখা নীল রংয়ের দুই চাকার স্কুটি-টি। গাড়ির মালিক শুকদেব বিশ্বাস শেষ ওইদিনই গাড়ি রেখে ভিন রাজ্য মুম্বইয়ে পাড়ি দিয়েছেন কর্মসূত্রে।
পরিবারের আর কেউই চালাতে পারে না সেই গাড়ি, তবে কিভাবে বাড়িতে দাঁড়িয়ে থাকা সেই গাড়ির আসল ভূতুড়ে ফাইন! তাও আবার বাড়ি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের নিউটাউন এলাকা থেকে। এখন এমন কাণ্ড দেখেই সমস্যায় পড়েছে গাইঘাটা বাজার এলাকার বিশ্বাস পরিবার। স্বামী শুকদেব বিশ্বাস কর্মসূত্রে বাইরে থাকায়, স্ত্রী সীমা বিশ্বাস কেই সামলাতে হয় সাংসারিক কাজকর্ম।
advertisement
advertisement
গত দু’দিন আগে দু’তারিখ বিকেল চারটে নাগাদ হঠাৎই মোবাইলে এসএমএস আসে নিউটাউন থানা এলাকায় তার গাড়ি নিয়ম ভঙ্গের জন্য ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মেসেজ দেখে রীতিমতো অবাক হয়ে যান তিনি। নিউটাউন থানার তরফ থেকে কাটা চালানে গাড়ির মালিকের নাম শুকদেব বিশ্বাস অর্থাৎ তার স্বামীর নাম থাকলেও, গাড়ির নাম্বার এর একটি সংখ্যা আলাদা রয়েছে। প্রশ্ন উঠছে যেই গাড়ির নাম্বারে জরিমানা কাটা হয়েছে, সেই গাড়ির মালিকের কাছে চালানের রশিদ না গিয়ে কেন অন্য গাড়ির মালিকের কাছে আসল এমন ভুতুড়ে ফাইন! এরপর গোটা বিষয়টি গাইঘাটা থানার পুলিশকে জানালে, থানা থেকে নিউটাউন থানায় যোগাযোগ করার জন্য জানানো হয়।
advertisement
ইতিমধ্যেই বিশ্বাস পরিবারের তরফে, অনলাইনের মাধ্যমে বিষয়টি আরটিও অফিসে জানিয়েছেন সীমাদেবী। সেখান থেকে বিষয়টি নিউটাউন থানাকে জানানো হয়েছে বলেও জানা তিনি। তবে কীভাবে এই ভুল হল তা এখনও বুঝে উঠতে পারছে না কেউই। এর আগে বিভিন্ন সময়ে পুলিশের বিরুদ্ধে রাস্তায় দাঁড় করিয়ে অন্যায়ভাবে টাকা তোলার অভিযোগ উঠেছে, তবে এবার নিয়ম ভঙ্গ করা এক গাড়ির জন্য, অন্য গাড়ির মালিকের কাছে এভাবে ফাইন কাটার ঘটনায় উঠছে প্রশ্ন। প্রশাসনের এমন গাফিলতিতেই হয়রানির শিকার হতে হচ্ছে গাইঘাটার বিশ্বাস পরিবারকে। অন্যের ভুলের মাশুল কেন এভাবে দেবে নির্দোষ পরিবার!
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: গাড়ি বেরোয়নি বাড়ি থেকে, এদিকে পুলিশ চালান কেটে দিল! আপনার সঙ্গে হয়েছে নাকি এমনটা?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement