Cyclone Dana viral news: দানার 'ছোবলের' রাতে দোকানে চকচক করছে ওটা কী? দেখেই ঘুম উড়ে গেল বাসিন্দাদের
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Cyclone Dana: গতকাল রাতের অন্ধকারে নদিয়ার শান্তিপুর শহরের একটি দোকানে ঢুকে পড়ে পূর্ণবয়স্ক এক বিষধর কালাচ সাপ, যা নিয়ে দোকান মালিক এবং এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নদিয়া: এলাকাবাসীর সচেতনতায় বন দফতরের তৎপরতায় দোকানের মধ্য থেকে উদ্ধার বিষধর কালাচ সাপ। বৃহস্পতিবার রাতের অন্ধকারে নদিয়ার শান্তিপুর শহরের একটি দোকানে ঢুকে পড়ে পূর্ণবয়স্ক এক বিষধর কালাচ সাপ, যা নিয়ে দোকান মালিক এবং এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত বন দফতরে খবর দিলে, বন দফতরের একটি দল এসে সাপটিকে উদ্ধার করে।
বন দফতরের কর্মীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে সাপটিকে ধরেন এবং পরে সাপটি বাহাদুরপুর পলাশগাছি বিট অফিসে নিয়ে যান। সাপটি উদ্ধার করার পর এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সাপটি অত্যন্ত বিষধর ছিল এবং দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বড় বিপদ হতে পারত। এই ঘটনার পর বন দফতরেরপ্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
advertisement
advertisement
উল্লেখ্য কালাচ ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে পাওয়া অত্যন্ত বিষধর প্রজাতির একটি সাপ। বিশেষজ্ঞদের থেকে জানা যায়, এই সাপে নিউরোটক্সিন বিষে থাকে। এই সাপ কামড়ালে সেই ব্যক্তিকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করানো আবশ্যিক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 25, 2024 8:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyclone Dana viral news: দানার 'ছোবলের' রাতে দোকানে চকচক করছে ওটা কী? দেখেই ঘুম উড়ে গেল বাসিন্দাদের