সুখবর! সুখবর! পুজোর আগেই বিরাট উপহার... ঝাঁক ঝাঁক ইলিশ ঢুকল ভারতে... শুনলে লোভ সামলাতে পারবেন না

Last Updated:

মঙ্গলবার রাতে পেট্রাপোল বন্দর দিয়ে তিনটি ট্রাকে করে ১২ টন ইলিশ ঢুকেছিল ভারতে। পরে আরও পাঁচটি ট্রাকে ২৫ টন ইলিশ ঢুকেছে বলেই পেট্রাপোল বন্দর সূত্রে খবর।

News18
News18
অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ: পেট্রাপোল বন্দর দিয়ে আরো পাঁচ ট্রাক ইলিশ ঢুকল ভারতে। দুর্গাপুজোর আগে ইলিশ উপহার। পেট্রাপোল সীমান্তে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এবং পেট্রাপোল বন্দরের এলপিএআই ম্যানেজার ইলিশের পেটি খুলে ইলিশ দেখান। মঙ্গলবার রাতে পেট্রাপোল বন্দর দিয়ে তিনটি ট্রাকে করে ১২ টন ইলিশ ঢুকেছিল ভারতে। পরে আরও পাঁচটি ট্রাকে ২৫ টন ইলিশ ঢুকেছে বলেই পেট্রাপোল বন্দর সূত্রে খবর।
বুধবার থেকেই পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন বাজারে ইলিশ পৌঁছে যাবে। এদিন দুই দেশের মধ্যে বন্ধুত্বের বার্তা দেওয়ার জন্য কলকাতা থেকে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান পেট্রাপোল বন্দরে হাজির হন। যদিও কোন প্রতিক্রিয়া দিতে দিতে চায়নি বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান ও ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ম্যানেজার কমলেশ সাইনি ।
advertisement
আরও পড়ুন: ৭৫ তম জন্মদিনেই সবচেয়ে বড় চমক দিলেন নরেন্দ্র মোদি! বিহার-বাংলা জয়ে লক্ষ্য মহিলা ভোট? রিটার্ন গিফটেই স্পষ্ট
মঙ্গলবার থেকেই ইলিশের রফতানি শুরু করে বাংলাদেশ। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে আগামী পাঁচই অক্টোবর পর্যন্ত ইলিশ রফতানি করবে বাংলাদেশ।২০২৪-২৭ এর রফতানি নীতি অনুযায়ী বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত রুপোলি শস্য পাড়ি দেবে এপার বাংলায়। বাংলাদেশের মোট ৩৭ সংস্থা এই রফতানির বরাত পেয়েছে।
advertisement
advertisement
রান্নাপুজোয় ইলিশ কিনতে গিয়ে চোখে সর্ষেফুল দেখছেন অনেকেই। গতবছরের তুলনায় ৩০-৪০ শতাংশ পর্যন্ত দাম বেড়েছে। ফলে ইলিশের দাম যে ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। ২ কেজির ইলিশের দাম ৪১০০ টাকা, ১ কেজি সাইজের ইলিশের দাম রয়েছে ২৬০০ টাকা, ৫০০-৬০০ গ্রাম সাইজের ইলিশের দাম কম-বেশি ১৫০০ টাকা কেজি। তার থেকে কম সাইজের ইলিশের দাম কিছুটা কম হলেও সামগ্রিকভাবে ইলিশের দাম অনেকটাই বেশি।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সুখবর! সুখবর! পুজোর আগেই বিরাট উপহার... ঝাঁক ঝাঁক ইলিশ ঢুকল ভারতে... শুনলে লোভ সামলাতে পারবেন না
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement