ঘরের লক্ষ্মীর হাত ধরেই প্রাণ পাচ্ছে মাটির প্রতিমা, মনভোলানো ছবি খেজুরির প্রান্তিক এলাকায়
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
বড় থেকে ছোট- নিজের হাতেই অতি দক্ষতায় সব ধরনের গড়ার কাজ করেন।
#খেজুরি: ঘরের লক্ষ্মীর হাত ধরেই রূপ পাচ্ছে একের পর এক লক্ষ্মী প্রতিমা। আর্থিক সমৃদ্ধি কামনায় বাড়ির মহিলারা যখন লক্ষ্মী আরাধনায় ব্রতী, তখন সেই লক্ষ্মী প্রতিমা তৈরিতেই নিজেকে ব্যস্ত রেখেছেন খেজুরির প্রান্তিক এলাকার কলাগাছিয়া গ্রামের মহিলা মৃৎশিল্পী রাধারানী মিশ্র।
স্বামী শিবশংকর মিশ্রও একজন মৃৎশিল্পী। রাধারানিও তাই৷ স্বামী শিবশঙ্কর মিশ্রের সঙ্গে দীর্ঘ দু-দশক, কুড়ি বছর ধরে মাটির প্রতিমা গড়ার কাজে নিজেকে যুক্ত রেখেছেন। বড় থেকে ছোট- নিজের হাতেই অতি দক্ষতায় সব ধরনের গড়ার কাজ করেন।
আরও পড়ুন: আজ ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজো, জানুন ধনদেবীকে তুষ্ট করার মন্ত্র
আজ ৯ অক্টোবর, রবিবার পড়েছে এ বছরের কোজাগরী লক্ষ্মীপুজো। ৮ অক্টোবর, শনিবার রাত ৩/২৯/৪২ থেকে ৯ অক্টোবর রাত ২/২৫/৫ অবধি থাকবে পূর্ণিমা তিথি। ধনসম্পদ উপার্জনে যে লক্ষ্মীর আরাধনায় মত্ত বাংলা, খেজুরির লক্ষ্মী রাধারানি ব্যস্ত প্রতিমা গড়ার কাজেই।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 09, 2022 6:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঘরের লক্ষ্মীর হাত ধরেই প্রাণ পাচ্ছে মাটির প্রতিমা, মনভোলানো ছবি খেজুরির প্রান্তিক এলাকায়