#খেজুরি: ঘরের লক্ষ্মীর হাত ধরেই রূপ পাচ্ছে একের পর এক লক্ষ্মী প্রতিমা। আর্থিক সমৃদ্ধি কামনায় বাড়ির মহিলারা যখন লক্ষ্মী আরাধনায় ব্রতী, তখন সেই লক্ষ্মী প্রতিমা তৈরিতেই নিজেকে ব্যস্ত রেখেছেন খেজুরির প্রান্তিক এলাকার কলাগাছিয়া গ্রামের মহিলা মৃৎশিল্পী রাধারানী মিশ্র।
স্বামী শিবশংকর মিশ্রও একজন মৃৎশিল্পী। রাধারানিও তাই৷ স্বামী শিবশঙ্কর মিশ্রের সঙ্গে দীর্ঘ দু-দশক, কুড়ি বছর ধরে মাটির প্রতিমা গড়ার কাজে নিজেকে যুক্ত রেখেছেন। বড় থেকে ছোট- নিজের হাতেই অতি দক্ষতায় সব ধরনের গড়ার কাজ করেন।
আরও পড়ুন: আজ ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজো, জানুন ধনদেবীকে তুষ্ট করার মন্ত্র
আজ ৯ অক্টোবর, রবিবার পড়েছে এ বছরের কোজাগরী লক্ষ্মীপুজো। ৮ অক্টোবর, শনিবার রাত ৩/২৯/৪২ থেকে ৯ অক্টোবর রাত ২/২৫/৫ অবধি থাকবে পূর্ণিমা তিথি। ধনসম্পদ উপার্জনে যে লক্ষ্মীর আরাধনায় মত্ত বাংলা, খেজুরির লক্ষ্মী রাধারানি ব্যস্ত প্রতিমা গড়ার কাজেই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Khejuri, Laxmi Puja 2022