‘৯০০ বছর আগে খরার কারণেই ধ্বংস হয়েছিল সিন্ধু সভ্যতা’

Last Updated:

প্রায় ৯০০ বছর ধরে চলেছিল খরা ৷ আর সেই কারণেই ৪ হাজার ৩৫০ বছর আগে ধ্বংস হয়ে গিয়েছিল সিন্ধু সভ্যতা ৷ এমনটাই দাবি খড়গপুর আইআইটি’র বিজ্ঞানীদের ৷

#খড়গপুর: প্রায় ৯০০ বছর ধরে চলেছিল খরা ৷ আর সেই কারণেই ৪ হাজার ৩৫০ বছর আগে ধ্বংস হয়ে গিয়েছিল সিন্ধু সভ্যতা ৷ এমনটাই দাবি খড়গপুর আইআইটি’র বিজ্ঞানীদের ৷ দীর্ঘ গবেষণার পর এই সিদ্ধান্তেই পৌঁছেছে তাঁরা ৷
এতদিন ধরে যে তত্ত্ব প্রচলিত ছিল, তা থেকে জানা যায় যে, ২০০ বছর ধরে খরা চলেছিল ৷ তবে সেই তত্ত্বকে খারিজ করে নয়া তত্ত্ব সামনে এনেছে আইআইটি’র বিজ্ঞানীরা ৷ গত ৫০০০ বছরের বর্ষার তারতম্য নিয়ে গবেষণা চালাচ্ছিলেন জিওলজি ও জিওফিজিক্সের গবেষকরা ৷ তাঁদের দাবি, গবেষণায় উঠে আসা তথ্যে দেখা গিয়েছে, ৯০০ বছর উত্তর-পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে খুব কম বৃষ্টি হওয়ায় জলের প্রধান উৎস নদীগুলি শুকিয়ে যেতে থাকে ৷ এর ফলে যেখানে বর্ষার পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো, সেদিকটাতেই বসতি গড়তে শুরু করেন বাসিন্দারা ৷
advertisement
গবেষকদের নেতৃত্বে দিয়েছেন অনিলকুমার গুপ্ত ৷ তিনি জানিয়েছেন, ‘‘২,৩৫০ খ্রিস্ট পূর্বাব্দ থেকে ১,৪৫০ খ্রিস্ট পূর্বাব্দ পর্যন্ত খুবই দূর্বল ছিল মৌসুমী বায়ু ৷ যেটি সিন্ধু সভ্যতার উপর গভীর প্রভাব ফেলেছিল ৷ আর তার জেরেই খরা পরিস্থিতি তৈরি হয়েছিল ৷ এর জন্যই মানুষজন খরাপ্রবণ এলাকা ছেড়ে বৃষ্টি হয় এমন এলাকায় গিয়ে থাকতে শুরু করে ৷ তখনকার বাসিন্দারা গঙ্গা-যমুনা উপত্যকার দিকে সরে যেতে থাকে ৷ পূর্ব দিকে পশ্চিমবঙ্গ ও বিহার, মধ্য ও পূর্ব উত্তরপ্রদেশ আর দক্ষিণ দিকে বিন্ধ্যাচল ও গুজরাটের দক্ষিণে তারা বসতি গড়ে তোলে ৷
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘৯০০ বছর আগে খরার কারণেই ধ্বংস হয়েছিল সিন্ধু সভ্যতা’
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement