corona virus btn
corona virus btn
Loading

ফের উত্তপ্ত জগদ্দল, চলল বোমা, গুরুতর জখম ৮ বছরের কিশোর

ফের উত্তপ্ত জগদ্দল, চলল বোমা, গুরুতর জখম ৮ বছরের কিশোর
Representative image

গত মে মাসে, বিধানসভা উপনির্বাচন থেকে শুরু হয়েছিল অশান্তি। প্রায় আড়াই মাস পরও শান্তি ফিরল না জগদ্দল-ভাটপাড়া-কাঁকিনাড়া এলাকায়

  • Share this:

#জগদ্দল: ফের জগদ্দলে বোমাবাজি! জখম ৮ বছরের এক কিশোর। পুলিশ সূত্রে জানানো হয়েছে, জগদ্দলে ৫ নম্বর রেল সাইডিংয়ে দেদার বোমাবাজি চালায় দুষ্কৃতীরা। গুরুতর জখম কিশোর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

গত মাসেই ভরদুপুরে এনকাউন্টারের সাক্ষী হয় জগদ্দল। পুলিশের গুলিতে খতম দুষ্কৃতী। বারাকপুরের পুলিশ কমিশনার অবশ্য জানিয়েছেন, পুলিশকে লক্ষ করে গুলি-বোমা ছোড়ে নিহত দুষ্কৃতী প্রভু সাউ। আত্মরক্ষায় পালটা গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। বোমাবাজিতে জড়িত সন্দেহে আটক এক।

গত মে মাসে, বিধানসভা উপনির্বাচন থেকে শুরু হয়েছিল অশান্তি। প্রায় আড়াই মাস পরও শান্তি ফিরল না জগদ্দল-ভাটপাড়া-কাঁকিনাড়া এলাকায়। এদিনে বিমাবাজি ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল জগদ্দল।

First published: August 1, 2019, 6:01 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर