Tiger: জিনাতের প্রেমিককে খুঁজতে ৮ বিশেষ দল, বাংলায় দাপিয়ে বেড়াচ্ছে আরও এক বাঘ! এবার যা করল...

Last Updated:

জিনাত ধরা পড়লেও তাঁর প্রেমিক এখনও বাগে আসেনি। ফের বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের জঙ্গলে বাঘ আতঙ্ক দেখা দিয়েছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
রঞ্জিত সরকার, পুরুলিয়া: জিনাত ধরা পড়লেও তাঁর প্রেমিক এখনও বাগে আসেনি। ফের বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের জঙ্গলে বাঘ আতঙ্ক দেখা দিয়েছে। ইতিমধ্যেই, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়ার একাধিক জঙ্গল জুড়ে তল্লাশি শুরু করেছে বন দফতর। মোট আটটি বিশেষ দল তল্লাশি চালানো হবে। ইতিমধ্যেই সুন্দরবনের বিশেষ দলও পাঠানো হয়েছে। বাঘের হদিশ পেতে ড্রোন ওড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বন দফতর।
তিন জেলাতে বাঘের আতঙ্ক মাথাচাড়া দিলেও এখনও পর্যন্ত কোনও গবাদি পশুর ক্ষতি করেনি বলেই স্থানীয়দের দাবি। বাঘের বিষয় জানতে এলাকার মানুষদের সঙ্গে কথা বলছেন বনকর্মীরা। বাঘের গতিবিধি জানতে বিভিন্ন জায়গায় বসানো ট্র্যাপ ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
advertisement
বন দফতর সূত্রের খবর, জিনাতের রুটেই ঘোরাফেরা করছে এই বাঘটি। বাঘটি পূর্ণবয়স্ক বলেই মনে করছে বনকর্মীরা।
ইতিমধ্যেই স্বস্তির খবর এই যে, বাঘের পুরনো পায়ের ছাপ ছাড়া নতুন কোনও পায়ের ছাপ পাওয়া যায় নি। তাই বাঘের আতঙ্কের থেকে জনসাধারণকে সচেতন করার বিষয়েই জোর দিতে চাইছে বন দফতর।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tiger: জিনাতের প্রেমিককে খুঁজতে ৮ বিশেষ দল, বাংলায় দাপিয়ে বেড়াচ্ছে আরও এক বাঘ! এবার যা করল...
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement