Liquid Diet: দাঁতে কাটেন না কোনও খাবার, ষাট বছর ধরে চা খেয়েই বেঁচে আছেন ৭৯র অনিমাদেবী, ডাক্তাররাও অবাক
- Reported by:SUVOJIT GHOSH
- hyperlocal
Last Updated:
Hooghly News: বয়স ৭৯! ষাট বছর ধরে শুধু চা আর হরলিক্সেই জীবনযাপন হুগলির অনিমাদেবীর
গোঘাট: কোন রূপকথার গল্প নয়, খাবার না খেয়ে শুধু চা,হরলিক্স খেয়ে বেঁচে আছেন ৭৯ উর্দ্ধ অনিমা। গোঘাট শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের বেলডিহা গ্রামের বাসিন্দা।বিগত কয়েক বছর ধরে খাবার না খেয়ে সুস্থ স্বাভাবিকভাবেই জীবন কাটাচ্ছে অনিমা চক্রবর্তী। প্রায় ৫০ থেকে ৬০ বছর খাবার না খেয়ে স্বাভাবিকভাবে জীবিত আছে আছে।বর্তমানে ওই বৃদ্ধা চা হরলিক্স খেয়েই থাকেন।
অনিমা চক্রবর্তী ছেলের বক্তব্য, তখন আমাদের পরিবারের অবস্থা ভাল ছিল না তখন আমার মা লোকের বাড়িতে পরিচারিকার কাজ করতে যেতেন। সেখান থেকে যেটুকু ভাত-মুড়ি নিয়ে আসতেন সেটুকুই আমাদের পরিবারের সবাইকে দিয়ে দিতেন৷ যার কারণে মা না খেয়ে খেয়েই এভাবেই জীবন কাটিয়ে আসছেন। বাড়িতে রান্না করা ভাত মুড়ি না খেয়েই লিকুইড খাবার খেয়ে এভাবেই বেঁচে আছেন অনিমা চক্রবর্তী।
advertisement
advertisement
এলাকার বাসিন্দারা জানান, আমরা দেখেছি অনিমা চক্রবর্তী নামে ওই বৃদ্ধা খাবার না খেয়ে সুস্থ স্বাভাবিকভাবেই জীবন কাটাচ্ছেন। যা দেখে এলাকার বাসিন্দারা বলছেন আশ্চর্যজনক বিষয়। তারা বলছেন একদিন খাবার না খেলে মানুষ বাঁচেন না৷ কিন্তু ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরেই এভাবেই দিন কাটাচ্ছেন। এই বিষয়ে। কামারপুকুরের ডাক্তর বিলেশ্বর বল্লভ জানিয়েছেন, আমরা সকলেই যে খাবার খাই যাতে পুষ্টি পাই৷ তার কারণ আমরা বেঁচে থাকার জন্য শরীরে পুষ্টি, ক্যালোরি এবং শক্তির দরকার হয়। আমরা যে খাবার খাই সেটা দুটো মাধ্যমে হতে পারে।একটা হচ্ছে চিবিয়ে খাওয়া অন্যদিকে লিকুইড খাবারও হতে পারে। যে ভাবে খাই না কেন খাবারের মধ্যে সেই পুষ্টিগুণটি থেকে থাকে তাহলেই যে শরীরের স্বাভাবিক প্রক্রিয়া পেয়ে যাই তাহলে কোনও সমস্যা নেই।
advertisement
Suvojit Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 18, 2024 6:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Liquid Diet: দাঁতে কাটেন না কোনও খাবার, ষাট বছর ধরে চা খেয়েই বেঁচে আছেন ৭৯র অনিমাদেবী, ডাক্তাররাও অবাক