Bangla News: জঙ্গলে পরে গুচ্ছগুচ্ছ আধার কার্ড! রহস্য ভেদে তদন্তের নির্দেশ প্রশাসনের
- Published by:Salmali Das
- Written by:Sebak Deb Sarma
Last Updated:
Bangla News: ইটভাটার পাশে জঙ্গলে পড়ে গোছা গোছা আধার কার্ড! এমনই ঘটনা মালদহের কালিয়াচক -৩ ব্লকের লক্ষ্মীপুর এলাকায়। কোথা থেকে এতজনের আধার কার্ড জঙ্গলে এলো?
মালদহ– ইটভাটার পাশে জঙ্গলে পড়ে গোছা গোছা আধার কার্ড! এমনই ঘটনা মালদহের কালিয়াচক -৩ ব্লকের লক্ষ্মীপুর এলাকায়। কোথা থেকে এতজনের আধার কার্ড জঙ্গলে এলো? তা নিয়ে দানা বেঁধেছে রহস্য। ঘটনার তদন্তের নির্দেশ ব্লক প্রশাসনের। জানা গিয়েছে, এদিন ওই এলাকার জরলাহী মাঠ লাগোয়া জঙ্গলের পাশে বেশ কিছু আধার কার্ড পড়ে থাকতে দেখেন এক ইটভাটা শ্রমিক। তিনি আশপাশের লোকজনকে বিষয়টি জানান। এদিন ওই জঙ্গল এলাকায় প্রায় ৪০টি আধার কার্ড উদ্ধার হয়েছে।
আরও পড়ুনঃ আগামী কয়েক ঘণ্টায় দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি! শীত কমবে কবে? বিরাট আপডেট IMD-র
বেশিরভাগই শিশুদের আধার কার্ড। আশপাশ এলাকার বাসিন্দাদের আধার কার্ড একসঙ্গে এভাবে জঙ্গলে পড়ে থাকার ঘটনায় চাঞ্চল ছড়ায় এলাকায়। খবর চাউর হতেই এলাকায় ভিড় করেন প্রচুর মানুষ। এদের মধ্যে বেশ কয়েকজন জঙ্গলে উদ্ধার হওয়া আধার কার্ডের মধ্যে নিজেদের পরিবারের সদস্যদের আধার কার্ড খুঁজে পান। এমন বেশ কয়েকজন জানান, কয়েক মাস আগেই তাঁরা আধার কার্ডের জন্য আবেদন করেন । কিন্তু , আধার কার্ডের জন্য অপেক্ষা করে থেকে এখনও তা হাতে পাননি। একসঙ্গে একগুচ্ছ আধার কার্ড উদ্ধারের ঘটনার সঙ্গে পোস্ট অফিসের যোগ থাকতে পারে বলে অনুমান স্থানীয়দের একাংশের।
advertisement
advertisement
এলাকার বাসিন্দারা আধার কার্ডগুলি নিয়ে লক্ষ্মীপুর পোস্ট অফিসে যান। কিন্তু, এদিন পোস্ট অফিসে কোনও কর্মীকে পাওয়া যায়নি। এরপর তাঁরা বিষয়টি জানাতে যান কালিয়াচক-৩ ব্লকের বিডিও-কে। গ্রামবাসীরা বিডিও অফিসে উদ্ধার হওয়া আধার কার্ডগুলি জমা দেন। একই সঙ্গে ঘটনার তদন্তের দাবি জানান তাঁরা । কালিয়াচক-৩ ব্লকের বিডিও সুকান্ত শিকদার জানান , উদ্ধার হওয়া কার্ডের বেশিরভাগই শিশুদের। পোস্ট অফিসের তরফে কোনও গাফিলতি রয়েছে কীনা অথবা এগুলো কি করে জঙ্গলে গেল তা দেখা হবে । এদিন পোস্ট অফিস বন্ধ থাকায় তদন্তের কাজ এগানো যায়নি । বৃহস্পতিবার সরকারি আধিকারিকদের পোস্ট অফিসে পাঠিয়ে ঘটনা খতিয়ে দেখা হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 17, 2024 8:55 PM IST