Hooghly News: জলাতঙ্কে প্রতিবছর বিশ্বে কত মানুষের প্রাণ যায়? গ্যারান্টি অঙ্কটা শুনলে আঁতকে উঠবেন
- Reported by:Rahi Haldar
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Hooghly News: মানুষের এই সচেতনতাই প্রয়োজন। হু আগামী ২০৩০ সাল পর্যন্ত ডেড লাইন দিয়েছে বিশ্বকে জলাতঙ্ক মুক্ত করার।
হুগলি: মানুষের সব থেকে প্রিয় বন্ধু হল তাদের পোষ্য! সেই পোষ্যদের স্বাস্থ্য ভাল রাখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করে থাকে চুঁচুড়ার প্রাণী স্বাস্থ্য কেন্দ্র। মূলত মানুষের প্রিয় পোষ্যগুলি থেকে মানুষের শরীরে ছড়াতে পারে বিভিন্ন ক্ষতিকারক মারণ রোগ। কিন্তু সঠিক সময়ে যদি পোষ্য কুকুর বা বিড়ালদের টিকাকরণ করতে হয় তাহলে সেই বিপদ অনেকটাই কমে যেতে পারে। একইসঙ্গে তাদের স্বাস্থ্য কেমন আছে তাও পরীক্ষা হয়ে যায়, এই শিবিরে। এই দিন প্রায় ২০০-র বেশি পথপুকুর বিড়াল ও পোষ্য প্রাণীদের টিকাকরণ সহ তাদের স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করেছিল প্রাণী স্বাস্থ্যকেন্দ্র চুঁচুড়া তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে।
সৃজিতা দাস দেড়শ পথ কুকুরকে রোজ খাবার দেন। তাদের স্বাস্থ্য খারাপ হলে চিকিৎসা করান। নিজে টিউশনি করে যা আয় করেন তার প্রায় সবটাই ব্যয় করেন পথ কুকুরদের জন্য। তিনিও আজ তার পোষ্যদের জন্য টিকা নিতে আসেন। সৃজিতা জানান, বেশ কয়েক বছর ধরে তিনি পথ কুকুরদের দেখাশোনা করেন। তার মা ভাই দিদিও তাকে সাহায্য করেন। বর্তমানে দেড়শ কুকুরের খাবারের ব্যবস্থা করেন রোজ। তাদের স্বাস্থ্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। সময়ে সময়ে টিকাও দেন।
advertisement
advertisement
রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা জয়জিৎ মিত্র বলেন, “মানুষের এই সচেতনতাই প্রয়োজন। হু আগামী ২০৩০ সাল পর্যন্ত ডেড লাইন দিয়েছে বিশ্বকে জলাতঙ্ক মুক্ত করার। গোটা বিশ্বে প্রতিবছর ৭০ হাজার মানুষের মৃত্যু হয় জলাতঙ্কে। তার মধ্যে ভারতে সব থেকে বেশি। তাই লুই পাস্তুর যে জলাতঙ্কের টিকা আবিষ্কার করেছিলেন পোষ্য কুকুর বিড়ালদের যদি সেই টিকা নিয়মিত করানো হয় তাহলে জলাতঙ্কের ভয় থাকে না। কুকুর কামড়ালে আমরা অ্যান্টি র্যাভিশ ভ্যাকসিন নিতে বলি কিন্তু কুকুরদের যদি টিকা নেওয়া থাকে তাহলে জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা থাকেনা। বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়া হয়।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রোগ্রেসিভ ভেটেনারি ডক্টরস অ্যাসোসিয়েশন হুগলি জেলা কমিটির উদ্যোগে আজ ওয়ার্ল্ড জুনোসিস ডে পালন করা হয়। সংগঠনের সম্পাদক চিকিৎসক চয়ন ভট্টাচার্য বলেন, লুই পাস্তুর নয় বছর বয়সী এক বালকের উপর এই টিকা সফল ভাবে প্রয়োগ করেছিলেন। তাই এই দিনটিকে পালন করা হয়। সংগঠনের সদস্যদের একটি সেমিনার হয় ওয়ান ওয়ার্ল্ড ওয়ান হেলথের উপর। মৎস ও প্রাণী সম্পদ বিশ্ব বিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য চঞ্চল মুখোপাধ্যায় সেই সেমিনারে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন।”
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 07, 2025 6:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: জলাতঙ্কে প্রতিবছর বিশ্বে কত মানুষের প্রাণ যায়? গ্যারান্টি অঙ্কটা শুনলে আঁতকে উঠবেন









