Lemon Tree: ৭০ প্রজাতির লেবু গাছ! এই বাড়ির বাগানে এলে চমকে উঠবেন

Last Updated:

Lemon Tree: সাধারণত বাড়িতে দেশীয় প্রজাতির লেবু গাছ রোপন করা হয়। কিন্তু উন্নত ও বিদেশি প্রাজাতির ভিয়েতনামি মাল্টা, বাউ-৩ মাল্টা, ভ্যালেন্সিয়া সহ বাহারি জাতের বিদেশি লেবু গাছের সম্ভাহারে ভরে উঠেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদের পাটলিখানপুরের যুবক লিটন মিস্ত্রির বাগান

+
উন্নত

উন্নত ও বিদেশি প্রায় ৭০ প্রজাতির লেবু গাছের সংরক্ষণ যুবকের 

উত্তর ২৪ পরগনা: উন্নত ও বিদেশি মিলিয়ে প্রায় ৭০ প্রজাতির লেবু গাছ সংরক্ষণ করে সাড়া ফেলে দিয়েছে হাসনাবাদের লিটন মিস্ত্রি। এই যুবক যা করেছে তেমন নজির এর আগে বাংলায় বিশেষ একটা নেই।
সাধারণত বাড়িতে দেশীয় প্রজাতির লেবু গাছ রোপন করা হয়। কিন্তু উন্নত ও বিদেশি প্রাজাতির ভিয়েতনামি মাল্টা, বাউ-৩ মাল্টা, ভ্যালেন্সিয়া সহ বাহারি জাতের বিদেশি লেবু গাছের সম্ভাহারে ভরে উঠেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদের পাটলিখানপুরের যুবক লিটন মিস্ত্রির বাগান। দেশীয় প্রাজাতির লেবু গাছে সাধারণত ফলন হলেও আকারে ছোট ও পরিমাণে লেবুর সংখ্যা কম পাওয়া যায়। কিন্তু উন্নত প্রাজাতির লেবু গাছে পৃথিবীর বহু দেশে বিশেষ করে থাইল্যান্ড, ভিয়েতনাম, চিন, স্পেনের অনেক গাছ থেকে বছরের বারো মাসই প্রচুর পরিমাণে ফল উৎপাদিত হয়। উদ্যোক্তা লিটন এক সময় রাজমিস্ত্রির কাজ করতেন। কিন্তু নতুন নতুন প্রাজতির গাছের প্রতি তাঁর ছিল বিশেষ আগ্রহ। এভাবেই একটি-দুটি গাছ সংরক্ষণ করতে করতে নিজে বাড়িতেই তৈরি করে ফেলেছেন আস্ত নার্সারি। যেখানে প্রায় ৭০ প্রাজাতির বিদেশি লেবু গাছের দেখা মিলছে।
advertisement
advertisement
উন্নত ও বিদেশি প্রজাতির লেবুর বাজারে চাহিদা বেশি থাকায় ভাল দামে বিক্রিও হয়। এমন উন্নত প্রজাতির লেবু গাছের চাষ করে এলাকায় রীতিমত সাড়া ফেলেছেন। বেশ কিছু গাছে গাছে দোল খাচ্ছে নানা রকম রং, আকার, আর স্বাদের লেবু। তাঁর এই সাফল্য দেখে বিদেশি জাতের লেবু বাগান করতে আগ্রহী হচ্ছে এলাকার অনেকেই। নিজের লাগানো গাছ থেকে কলম করে লিটন চারা বিক্রিও শুরু করেছেন।
advertisement
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lemon Tree: ৭০ প্রজাতির লেবু গাছ! এই বাড়ির বাগানে এলে চমকে উঠবেন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement