Struggle Story: ৬৫-র বয়সেও দমে যান নি! সংসার চালাতে সাহায্য ছেলেকে, গঙ্গা পাড়ে বসে রোজ করেন এই কাজ

Last Updated:

Struggle Story: ৬৫ বছরের এক বৃদ্ধা ছেলের সংসারে হাল ধরতে প্রতিদিন গঙ্গা পাড়ে হাজির হয়! রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে লড়াই তাঁর।

+
কঠিন

কঠিন লড়াইয়ে ৬৫ বছরের বৃদ্ধা শান্তি মন্ডল

হাওড়া: ৬৫ বছরের এক বৃদ্ধা ছেলের সংসারে হাল ধরতে প্রতিদিন গঙ্গা পাড়ে হাজির হয়! রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে লড়াই তাঁর। রামকৃষ্ণপুর স্নান ঘাটের বিপরীতে রাস্তার পাশে খোলা আকাশের নিচে কয়েক নাদা মাটি নিয়ে ওঁত পেতে বসে থাকেন খরিদ্দারের আশায়। আসলে এই মাটিগুলোই তাঁর অর্থ উপার্জনের উপকরণ।
বয়স বেড়েছে, কাজ করার সামর্থ্য নেই। বেশ কিছুদিন হল, গঙ্গা পাড় থেকে মাটি সংগ্রহ করে বিক্রি করছেন হাওড়ার শান্তি দেবী। সারাদিন তাকিয়ে থাকেন ঘাটের দিকে, কখন যে স্নান সেরে কোন ব্যক্তি মাটি নেবেন, ১০-২০ টাকার বিনিময়ে এক নাদা মাটি।
advertisement
advertisement
এক একটি নাদার ওজন প্রায় ২-৪ কেজি। কোন দিন দু-একটা বিক্রি হয়, আবার কোনদিন একটাও বিক্রি হয় না। তবে রোজ সকালে অনেক আশা নিয়ে বাড়ি থেকে রামকৃষ্ণপুর ঘাটের সামনে ১০-১২ টি গঙ্গা মাটির নাদা নিয়ে বসেন ৬৫ বয়সী বৃদ্ধা শান্তি মন্ডল।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
হাওড়ার গঙ্গা বা হুগলি নদীই সংসারের হাল ধরতে সাহায্য করে বৃদ্ধা শান্তিকে। ত্বকে বয়সের বলিরেখা স্পষ্ট, বয়সের ভার নুইয়ে দিয়েছে তাঁর শরীর। তবু সংসারের খরচ জোগাতে প্রতিদিন সকালে নদীর পাড়ে পৌঁছয় মাটি সংগ্রহ করতে। এরপর সেই মাটি ৬-৭ দিন রেখে জল ঝরে কিছুটা শক্ত হলে বিক্রির উপযোগী করে। এ প্রসঙ্গে বৃদ্ধা শান্তি মন্ডল জানান, অন্য কাজ করার ক্ষমতা নেই। এই মাটি বিক্রি করে যা হয়, সংসারে চালাতে ছেলেকে সাহায্য করা।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Struggle Story: ৬৫-র বয়সেও দমে যান নি! সংসার চালাতে সাহায্য ছেলেকে, গঙ্গা পাড়ে বসে রোজ করেন এই কাজ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement